X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মোবাইল দেখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়া ৩ জনকে কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:১১

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল দেখে অবৈধভাবে পরীক্ষা দেওয়ার অভিযোগে এক কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এরপর তাদেরকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে ওই তিন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসাদুর রহমান। এর আগে পরীক্ষা চলাকালে পটুয়াখালী ইসহাক মডেল ডিগ্রি কলেজর এক কক্ষ থেকে তাদের তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইলে প্রশ্নের উত্তর সরবরাহ করার অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।

কারাদণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন, কলাপাড়া উপজেলার হলদিবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রুম্মান (২৯), মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের আবদুর রব মিয়ার মেয়ে ইতি মনি (২৭) ও একই উপজেলার আমরাগাছিয়া গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে মরুফা আক্তার (৩০) এবং মির্জাগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ওই কর্মকর্তার নাম জানা যায়নি।

ইউএনও ও ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা বলেন, পরীক্ষা চলাকালে আমাকে দেখে এক শিক্ষার্থী দাঁড়িয়ে বলে এই কক্ষে মোবাইল দেখে কেউ কেউ সুবিধা নিচ্ছেন। পরে আমি দরজা বন্ধ করে কক্ষে অভিযান চালিয়ে তিন পরীক্ষার্থীকে অ্যান্ড্রয়েড ফোনসহ আটক করেছি। একজনের ফোনে প্রশ্নের উত্তর ওপেন করা ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা পরীক্ষার কেন্দ্রে আসেন। পরে তাদের তিন জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রশ্ন কারেকশন করে যারা কেন্দ্রে সরবরাহ করেছে, সেই চক্রের দুই সদস্যকে তখনই শনাক্ত করা হয়েছে। একজন মির্জাগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজার অন্যজন ওই ব্যাংকের মাঠ সহকারী। তাদের দুই জনের বিরুদ্ধে মামলা দিয়েছে প্রশাসন।

পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত থানায় এজাহার হয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসদুর রহমান বলেন, যে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে থানা হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 
আন্দোলন ও রায়ের পর তৃতীয় ধাপে নিয়োগ পাচ্ছেন ৬৫৩১ জন
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি