X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাজার থেকে যেভাবে কোরআন নিয়ে পূজামণ্ডপে যান ইকবাল

মাসুদ আলম, কুমিল্লা
২১ অক্টোবর ২০২১, ২৩:২৫আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:০৫

কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তর পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা নিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।

বুধবার দুটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর বৃহস্পতিবার ১৬ মিনিট ৫২ সেকেন্ডের আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এই ফুটেজে পরিষ্কারভাবে দেখা যায়, ইকবাল কীভাবে মসজিদ থেকে কোরআন হাতে নিয়ে পূজামণ্ডপে গেছেন।

নতুন সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল ১১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা ৪২ মিনিটে মাজার মসজিদে যান। এ সময় মসজিদে কেউ ছিল না। ১২ অক্টোবর রাত ১০টা ৩৪ মিনিটে নগরীর দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল ও হুমায়ুন মসজিদে প্রবেশ করেন। তারা মাজার মসজিদের বারান্দায় বসেন। এ সময় ইকবালও মসজিদে প্রবেশ করেন। ইকবাল গিয়ে তাদের পাশে বসেন। তখন কিছুক্ষণ কথাবার্তা হয় তাদের। এরপর ইকবাল মসজিদ ত্যাগ করেন। ইকবাল মাজার মসজিদের উত্তর পাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। পরে দুই খাদেম মসজিদ ত্যাগ করেন। কিছুক্ষণ পর ইকবাল মসজিদের দানবাক্সের ওপর থেকে পবিত্র কোরআন শরিফ সংগ্রহ করেন। এ সময় একটু দূরে এক ব্যক্তিকে মসজিদে নামাজ আদায় করতে দেখা যায়। আরেক ব্যক্তিকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তখন ইকবাল মেঝেতে কোরআন রেখে আবার মসজিদ ত্যাগ করেন। ইকবালের পরনে সবুজ টি-শার্ট ও পরনে ট্রাউজার ছিল। পরে আবার মেঝেতে রাখা কোরআন শরিফ তুলে নিয়ে মসজিদ ত্যাগ করেন। মসজিদ থেকে কোরআন নিয়ে মণ্ডপের রাস্তার দিকে হাঁটতে থাকেন। 

বুধবার প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় হাতে কোরআন নিয়ে মাজার মসজিদের উত্তর গেট দিয়ে বের হচ্ছেন। তখন কোরআন শরিফ ঢাকা ছিল না। গেটে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে যখন কোরআন হাতে ২টা ১১ মিনিটে ইকবাল মসজিদের আঙিনা ত্যাগ করেন, তখন কোরআনে একটি সাদা কাপড় মোড়ানো দেখা গেছে। যদিও তা স্পষ্ট না। 

ভিডিওতে আরও দেখা যায়, মসজিদ থেকে বের হয়ে কোরআন নিয়ে ইকবাল সোজা বাঁ দিকের সড়ক ধরে হেঁটে চলে যান। কিন্তু ডান দিকের সড়ক দিয়ে দুই থেকে আড়াই মিনিট হেঁটে গেলেই পূজামণ্ডপ। মসজিদ থেকে নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপের দূরত্ব দুই থেকে আড়াইশো মিটার। ২টা ১১মিনিট থেকে ইকবাল কোরআন নিয়ে সড়কের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। এরপর পূজামণ্ডপে গিয়ে হনুমানের পায়ের ওপর থেকে গদাটি সরিয়ে নেন। সেই সঙ্গে কোরআন রেখে আসেন।

আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন রাত ৩টা ১২ মিনিটে হনুমানের পায়ের ওপর রাখা গদা নিয়ে ইকবাল সড়কে ঘোরাঘুরি করছেন।

ইকবাল দীর্ঘ এক ঘণ্টা এক মিনিট কোথায় ছিলেন জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) সোহান সরকার বলেন, মসজিদ থেকে কোরআন নিয়ে হাতে করে ইকবাল ডান দিকে না গিয়ে বাঁ দিকে যান। নগরীর রাজগঞ্জ হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এরপর পূজামণ্ডপে যান। এক ঘণ্টা তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। তবে এটি নিশ্চিত দারোগাবাড়ির মাজার মসজিদ থেকেই ইকবাল কোরআন নিয়ে গেছেন।  

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।

পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুই জন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়