X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেন্টমার্টিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪১

সেন্টমার্টিনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ অভিযানে অর্ধশতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বীপের জেটিঘাটসহ সৈকতের পাড়ে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকান ও ফিশারি উচ্ছেদ করা হয়। এছাড়া সৈকতে ময়লা-আবর্জনা ফেলার দায়ে পাঁচটি দোকানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাসিম আহমেদ ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।

অন্যদিকে, পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে আরেকটি দল সেন্টমাটিন দ্বীপের বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেন। সরকারি নির্দেশনা অমান্য করায় এসব দোকানকে জরিমানা করা হয়। 

সম্প্রতি প্রবাল দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩টি সম্ভাব্য সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এরপর দ্বীপে সংশ্লিষ্ট সংস্থার তৎপরতা দেখা যায়।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বলেন, সৈকতের পাড়ে ও বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ফিশারিসহ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ হওয়াদের অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রবাল দ্বীপ রক্ষায় সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে উচ্ছেদসহ সব কার্যক্রম অব্যাহত থাকবে।

সেন্টমার্টিনে এর আগেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছিল। কিন্তু এরপর আবারও এ ধরনের স্থাপনা গড়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে উপকূল
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পাল্টে হলো ‘বঙ্গবন্ধু বিচ’
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!