X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

খাটের নিচে দুই লাখ ৯১ হাজার ইয়াবা, আদালতে জাকিরের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২২, ২১:১১আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:১১

চট্টগ্রামে দুই লাখ ৯১ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে জবানবন্দি দেন তিনি। 

জবানবন্দিতে জাকির হোসেন আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার ইয়াবা কে দিয়েছে, গন্তব্য কোথায় ছিল? এসব বিষয়েও জাকির তথ্য দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে জাকিরকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয়। তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

জাকির হোসেন (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহিলপুর পূর্বপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। থাকেন নগরীর কোতোয়ালি থানাধীন ঘাট ফরহাদবেগ এলাকায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুমের ভেতর খাটের নিচে ট্রলি ব্যাগের ভেতর থেকে দুই লাখ ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭-এর পুলিশ পরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে জাকির হোসেন ও শাহাবুদ্দিন নামে পলাতক অপর ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পলাতক শাহাবুদ্দিন সাতকানিয়ার শিববাড়িয়া এলাকার হারুনুর রশিদের ছেলে। নগরীর রিয়াজুদ্দিন বাজারে তার জুতার দোকান আছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, শাহাবুদ্দিন ও জাকির হোসেন পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো কক্সবাজার থেকে কম মূল্যে কিনে বেশি লাভের জন্য চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন