X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

খাটের নিচে দুই লাখ ৯১ হাজার ইয়াবা, আদালতে জাকিরের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২২, ২১:১১আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:১১

চট্টগ্রামে দুই লাখ ৯১ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে জবানবন্দি দেন তিনি। 

জবানবন্দিতে জাকির হোসেন আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার ইয়াবা কে দিয়েছে, গন্তব্য কোথায় ছিল? এসব বিষয়েও জাকির তথ্য দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে জাকিরকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয়। তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

জাকির হোসেন (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহিলপুর পূর্বপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। থাকেন নগরীর কোতোয়ালি থানাধীন ঘাট ফরহাদবেগ এলাকায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুমের ভেতর খাটের নিচে ট্রলি ব্যাগের ভেতর থেকে দুই লাখ ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭-এর পুলিশ পরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে জাকির হোসেন ও শাহাবুদ্দিন নামে পলাতক অপর ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পলাতক শাহাবুদ্দিন সাতকানিয়ার শিববাড়িয়া এলাকার হারুনুর রশিদের ছেলে। নগরীর রিয়াজুদ্দিন বাজারে তার জুতার দোকান আছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, শাহাবুদ্দিন ও জাকির হোসেন পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো কক্সবাজার থেকে কম মূল্যে কিনে বেশি লাভের জন্য চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জাল তালাকনামা দাখিলে বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি