X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘বন্দুকযুদ্ধে’ আহত র‍্যাব কর্মকর্তা আইসিইউতে

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৭:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭:০৯

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র‍্যাব কর্মকর্তা কর্পোরাল মো. রুবেল গাজী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়। শুক্রবার বিকাল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গুলিবিদ্ধ মাদককারবারিরা হলেন- সাইদুল ইসলাম (২২), হযরত আলী (২০) ও মশিউর রহমান (২১)। গ্রেফতার দুই মাদককারবারি হলেন- সবুজ ইসলাম (২০) ও শরীফ (১৯)।

বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি, মাদকের একটি বড় চালান পার হচ্ছে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে। এরপর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। কিছু সময় পর দূর থেকে দেখতে পায় ২০/২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ সময় কর্তব্যরত টহল কমান্ডার তাদেরকে থামতে বলে এবং নিজেদের র‌্যাব পরিচয় দেয়। তারা কোনও উত্তর না দিয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় এবং কয়েকজন অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি করে।’

তিনি বলেন, ‘এই ঘটনায় এক র‌্যাব কর্মকর্তা ও তিন মাদককারবারি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ র‌্যাব সদস্য ও মাদক কারবারিদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে র‌্যাব কর্মকর্তা রুবেল গাজীকে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সিএমএইচে পাঠান। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিন মাদককারবারির মধ্যে গুলি একজনের শরীর স্পর্শ করে চলে গেলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়। বর্তমানে সে র‌্যাব হেফাজতে রয়েছে। বাকি দুই মাদক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের অভিযান চলছে।’

/এফআর/
সম্পর্কিত
মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাব
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক প্রতিষ্ঠান
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি