X
শনিবার, ২৫ মার্চ ২০২৩
১১ চৈত্র ১৪২৯

‘বন্দুকযুদ্ধে’ আহত র‍্যাব কর্মকর্তা আইসিইউতে

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৭:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭:০৯

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র‍্যাব কর্মকর্তা কর্পোরাল মো. রুবেল গাজী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়। শুক্রবার বিকাল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গুলিবিদ্ধ মাদককারবারিরা হলেন- সাইদুল ইসলাম (২২), হযরত আলী (২০) ও মশিউর রহমান (২১)। গ্রেফতার দুই মাদককারবারি হলেন- সবুজ ইসলাম (২০) ও শরীফ (১৯)।

বিজ্ঞপ্তিতে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি, মাদকের একটি বড় চালান পার হচ্ছে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে। এরপর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। কিছু সময় পর দূর থেকে দেখতে পায় ২০/২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ সময় কর্তব্যরত টহল কমান্ডার তাদেরকে থামতে বলে এবং নিজেদের র‌্যাব পরিচয় দেয়। তারা কোনও উত্তর না দিয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় এবং কয়েকজন অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি করে।’

তিনি বলেন, ‘এই ঘটনায় এক র‌্যাব কর্মকর্তা ও তিন মাদককারবারি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ র‌্যাব সদস্য ও মাদক কারবারিদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে র‌্যাব কর্মকর্তা রুবেল গাজীকে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সিএমএইচে পাঠান। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিন মাদককারবারির মধ্যে গুলি একজনের শরীর স্পর্শ করে চলে গেলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়। বর্তমানে সে র‌্যাব হেফাজতে রয়েছে। বাকি দুই মাদক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের অভিযান চলছে।’

/এফআর/
হামলায় আহতের ৭ দিন পর মুদি দোকানির মৃত্যু
মোহাম্মদপুরে ছুরির আঘাতে যুবক আহত
ডেমরায় ছুরিকাঘাতে দুই যুবক আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
যে ইতিহাস বারবার জানা দরকার
যে ইতিহাস বারবার জানা দরকার
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
সর্বাধিক পঠিত
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!