X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে ৫ দিনে ৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ২২:৪১আপডেট : ০৬ জুলাই ২০২২, ২২:৪১

কক্সবাজারের টেকনাফে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ না নিলে করোনার মতো মহামারি রূপ নিতে পারে, এমনটি বলছেন চিকিৎসকরা।

বুধবার (০৬ জুলাই) রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বাকিরা বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসা চলতি বছরের জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ২২৮ জনের মধ্যে ১১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে জুন মাসে ৬৫ এবং জুলাইয়ের পাঁচ দিনে ৪৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যা মোট রোগীর ৪৯.১২ শতাংশ। 

অপরদিকে, একইসঙ্গে করোনায় আক্রান্তদের সংখ্যাও বাড়ছে। গত পাঁচ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। যা আগের মাসে ছিল ১৪ জন।

উপজেলার চিকিৎসকরা বলছেন, দুটি রোগের জন্যই মানুষকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 

এদিকে, হঠাৎ করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় টেকনাফ উপজেলা করোনা ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে মাস্ক ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বলেন, ‘ইতোমধ্যে উপজেলায় করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু রোগী বাড়ছে। গত এক সপ্তাহে ৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাস্ক ও প্রচারপত্র বিতরণ করেছি আমরা। বিশেষ করে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পরিষ্কারের কার্যক্রম চলছে।’  

বুধবার টেকনাফের মৌচনি এলাকার বাসিন্দা মো. রফিক তার তিন বছরের ছেলে মো. রহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু কর্নারে ভর্তি করেছেন। মো. রফিক বলেন, ‘হঠাৎ ছেলের জ্বর ও সর্দি-কাশি দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। এখানে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘গত পাঁচ দিনে ৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজারে পাঠিয়েছি। সেখানে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেশিরভাগই পৌরসভার বাসিন্দা।’ 

তিনি বলেন, ‘পরিবেশ ও অবস্থানগত কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্ষাকালে চিপসের প্যাকেট, রাস্তাঘাট, নালা-নর্দমা ‍ও প্লাস্টিকের বর্জ্যে পানি জমে থাকে। এসব থেকে এডিস মশার প্রজনন হচ্ছে। ফলে ডেঙ্গু প্রতিরোধে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলা, ঘরের আশপাশ পরিষ্কার রাখা, দিনে এবং রাতে মশারি টানিয়ে রাখতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দুই হাজার ৭৬৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন। পরের বছর সেই সংখ্যা প্রায় চারগুণ বেড়ে ১০ হাজার ১৪৮ জনে দাঁড়ায়। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে এক লাখ এক হাজার ৩৫৪ জনে দাঁড়ায়। এর মধ্যে ১৭৯ জন প্রাণ হারান।

/এএম/
সম্পর্কিত
মেয়র আতিকের হুঁশিয়ারিকোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচি ডিএনসিসির
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক