X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ধর্ষণের ঘটনায় ৩ জনকে ধরিয়ে দেওয়া রিকশাচালককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২২, ২২:৫১আপডেট : ৩১ জুলাই ২০২২, ২২:৫১

চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ধর্ষণে অভিযুক্ত তিন জনকে ধরিয়ে দেওয়া রিকশাচালক আবদুল হান্নানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৩১ জুলাই) বিকাল ৩টায় একটি চিরকুটের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। ওই চিরকুটে রিকশা চালকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে অজ্ঞাতরা। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করে জানিয়েছেন আবদুল হান্নান। সন্ধ্যায় তিনি নগরের খুলশী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

আবদুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টায় নগরের দুই নম্বর গেট এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে লালখান বাজার যাই। সেখানে গেলে ওই যাত্রী মতিঝর্ণা যাওয়ার জন্য বলেন। মতিঝর্ণায় গেলে আরও ভেতরে যেতে বলেন। আমি যেতে না চাইলে তর্ক হয়। এরপরও আমি যাইনি। ওই যাত্রী রিকশা থেকে নেমে ভাড়া না দিয়ে চলে যান। তিনি যাওয়ার পর রিকশায় একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠি পেয়ে আমি প্রথমে ৯৯৯-এ ফোন করে জানাই। পরে খুলশী থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছি।’

তাকে উদ্দেশ করে চিঠিতে লেখা হয়, ‘আবদুল হান্নান আমার ছেলেগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আমার লোক তোমার পেছনে দেওয়া আছে। তুমি কী কর কোথায় যাও আমার কাছে খবর আছে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে ৫০ হাজার টাকা দাও। নাহলে তুমি বাঁচতে পারবা না। আবার দেখা হবে।’

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবদুল হান্নানকে হুমকি দেওয়া হয়েছে- এমন অভিযোগে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে এক তরুণীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। খুলশী থানাধীন জিইসি বাটা গলির পাশে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে একটি টং দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ অবস্থায় রিকশাচালক আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিন জন পালিয়ে যায়। পরে পুলিশ এ তিনজনকেও গ্রেফতার করে। এই ঘটনায় হান্নানকে পুরস্কৃত করেছে পুলিশ। ২০ জুলাই দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া কার্যালয়ে কমিশনার কৃষ্ণ পদ রায় রিকশাচালকের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।

/এফআর/
সম্পর্কিত
প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতিকে হত্যা করে বাবা-মা ও চাচি, আদালতে স্বীকারোক্তি
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০
সর্বশেষ খবর
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি