X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাড়ে ১০ লাখ টাকায় হচ্ছে সাফ জয়ী রুপনার নতুন বাড়ি  

জিয়াউল হক, রাঙামাটি 
০৩ নভেম্বর ২০২২, ২২:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২:২৫

সড়ক যোগাযোগ না থাকায় কাঁধে করে পাহাড়ি ছড়া পেরিয়ে রুপনা চাকমার নতুন ঘরের নির্মাণ সমাগ্রী পৌঁছে গেছে তার বাড়ির উঠানে। সাফ সেরা গোলরক্ষকের জীর্ণ ঘরের ছবি প্রচারের পর প্রধানমন্ত্রী নতুন ঘর নির্মাণের নির্দেশের এক মাসের মধ্যেই কাজ শুরু হলো। এতে খুশি রুপনার পরিবার ও এলাকাবাসী। নতুন ঘর নির্মাণের জন্য ১০ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। আর নির্ধারিত সময়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে রূপনার মাকে নিয়ে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নানিয়চর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান। আগের সেই জীর্ণ ঘর ভেঙে নতুন নকশায় তৈরি হচ্ছে নতুন বাড়ি। নকশা অনুযায়ী ঘরের মাটি কাটা শুরু হয়েছে। নতুন বাড়িতে থাকছে তিনটি বেড় রুম, একটি ড্রইয়িং, ডাইনিং, কিচেন ও বাথরুম। 

এদিকে স্থানীয়রা রুপনার বাড়ি যাওয়ার সেতুর কাজ শুরুরও দাবি জানিয়েছেন। 

 স্থানীয় মনিকাবালা চাকমা বলেন, এত দ্রুত বাড়ির কাজ শুরু হবে ভাবতে পারিনি। নতুন ঘরের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। কাজটি যেন দ্রুত শেষ হয় এটাই কামনা করছি।

স্থানীয় আরেক বাসিন্দা মঙ্গল চাকমা বলেন, ঘরের কাজ শুরু হয়েছে এতে আমরা এলাকাবাসী সবাই খুশি। তবে রুপনার বাড়ি যাওয়ার পথে সেতুর অভাবে মালামাল নিতে কষ্ট হচ্ছে। সেতুর অভাবে আমাদেরও কষ্ট হয়। এখন সেতুর কাজ শুরু হলে আমরা আরও খুশি হবো।

রুপনার মা কালাসোনা চাকমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়েকে ঘর তুলে দিচ্ছেন। আগে ভাঙা ঘরে থাকতাম। এখন নতুন ঘর বানিয়ে দিচ্ছেন। আমরা সবাই অনেক খুশি। রুপনাও সকালে ফোন করে জানতে চেয়েছে ঘরের কাজ শুরু হয়েছে কিনা। সেও খোঁজ খবর নিচ্ছে।

 নানিয়ারচরের এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, আধুনিক সব ধরনের সুবিধা রেখে রুপনার নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে। আমরা আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।

নানিয়ারচরের ইউএনও মো. ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শের এক মাসের মধ্যে আমরা কাজটি শুরু করতে পেরেছি। রুপনরা বাসায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় নির্মাণ সামগ্রী বাড়ি পর্যন্ত নেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুততম সময়ে সুন্দরভাবে কাজটি শেষ করার চেষ্টা করছেন বলে জানান তিনি। 


আরও পড়ুন:

রুপনার মা চাইলেন ঘর, রাস্তা নেই ঋতুপর্ণার বাড়ির

রুপনা-ঋতুপর্ণার সাফল্যে সড়ক ও সেতু পাচ্ছেন এলাকাবাসী

৪২৯ মিনিট অজেয় থাকার রহস্য জানালেন সাফের সেরা গোলকিপার 

এখন থেকে রুপনার খেলা ঘরে বসে দেখতে পারবেন মা

 

/টিটি/
সম্পর্কিত
সাফে আলো ছড়িয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের
‘শুধু সাফের দেশ থাকলে ফাইনালে যেতাম, ট্রফিও জিততে পারতাম’
অর্ধ কোটি টাকা পুরস্কার পেলেন জামাল ভূঁইয়ারা
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী