X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এখন তারা মডেল, পরিবারের লিডার

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৩ ডিসেম্বর ২০২২, ০৮:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:০০

জীবন নিয়ে তেমন কোনও স্বপ্ন ছিল না তাদের, শুধু ছিল সমাজে বেঁচে থাকার লড়াই। এই লড়াই করতে গিয়ে সমাজে নানা জনের নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। তবু হাল ছাড়েননি। কীভাবে সংগ্রাম করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সফল হতে হয়; তা দেখিয়েছেন। হয়েছেন পরিবারের লিডার। এখন তারা সমাজের অন্য নারীদের মডেল।

এই মডেলরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার নারী মৎস্যজীবীরা। যারা মাছ চাষ এবং পোনা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। শুরুতে নানা নেতিবাচক কথা শুনলেও এসবের তোয়াক্কা করেননি। অদম্য চেষ্টা আর শ্রমে হয়ে উঠেছেন সফল মৎস্যজীবী। শুধু মাছ চাষ নয়, জাল টেনে মাছ ধরা, বাজারে বিক্রি, সংসার সামলানো—সবকিছুই করেন এই নারী মৎস্যজীবীরা।

সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের জামতলী গ্রামের এক পরিবারের গৃহবধূ রূপসা চাকমা। পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা করতে পারেননি। তবে সবসময় স্বাবলম্বী হয়ে কৃষক স্বামীর পাশে দাঁড়াতে চেয়েছেন দুই সন্তানের এই জননী। সেই চিন্তা থেকে ২০১৬ সালে মাছ চাষের প্রশিক্ষণ নেন।

মাছ চাষ এবং পোনা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন তারা

রূপসা চাকমার বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত পুকুর ছিল। প্রশিক্ষণ নেওয়ার পর মাছ চাষের অনুপযোগী পুকুরটিকে সংস্কার করেন। ৬০ শতকের ওই পুকুরটিতে শুরু করেন কার্পজাতীয় মাছ চাষ। প্রথমে পাঁচ হাজার টাকার কার্পজাতীয় মাছের রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করেন। তখন জেলায় উন্নতমানের পোনার সংকট ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে গুণগত মানের পোনা উৎপাদন করে প্রথম বছরেই সফলতা পেয়ে যান রূপসা চাকমা। 

প্রথম বছর সাফল্যের পথ ধরে দ্বিতীয় বছর বিনিয়োগ বাড়ান। তৃতীয় বছর আরও বিনিয়োগ বাড়ান। চতুর্থ বছর হয়ে উঠেন মৎস্যজীবী। সেইসঙ্গে স্বাবলম্বী হন। গত ছয় বছরে তিনি হয়ে উঠেছেন পরিবারের লিডার। তার আয়েই চলে সংসার।

কেবল স্বাবলম্বী হয়েই থেমে থাকেননি এই নারী। গ্রামে যাদের পরিত্যক্ত এবং মাছ চাষের অনুপযোগী পুকুর ছিল এমন ২০ জনকে নিয়ে
গঠন করেন কমন ইন্টারেস্ট গ্রুপ সমবায় সমিতি। এরপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যুক্ত হন সমিতির সদস্যরা। সবাইকে দেওয়া হয় মাছ চাষের প্রশিক্ষণ। প্রশিক্ষণ নেওয়ার পর সমিতির অন্য সদস্যদের পুকুরেও শুরু হয় পোনা উৎপাদন। তাদের এই কাজে বিভিন্নভাবে সহায়তা করেছে জেলা মৎস্য বিভাগ। একে একে সফল হন সমিতির প্রত্যেক সদস্য।

রূপসা চাকমা

২০ সদস্যের এই সমিতির ১৮ জনই নারী। যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের গৃহবধূ। পোনা উৎপাদন ও মাছ চাষে বছরে প্রত্যেকের আয় লাখ টাকার বেশি।

বর্তমানে কমন ইন্টারেস্ট গ্রুপ সমবায় সমিতির কোষাধ্যক্ষ রূপসা চাকমা। ইচ্ছা, চেষ্টা আর পরিশ্রম থাকলে সফলতা আসবেই জানিয়ে রূপসা চাকমা বলেন, ‘গত বছর ১১ মেট্রিক টন মাছ এবং ৭০০ কেজি পোনা উৎপাদন করেছেন আমাদের সমিতির সদস্যরা। এবার আমাদের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে দ্বিগুণ। এবারও আমরা সফল হবো বলে শতভাগ আশাবাদী।’

সমাজে নানা জনের নানা কথা উপেক্ষা করে লড়াই করতে হয়েছে জানিয়ে কমন ইন্টারেস্ট গ্রুপ সমবায় সমিতির সাধারণ সম্পাদক তাপসী চাকমা বলেন, ‘আমরা এলাকায় সাড়া ফেলতে সক্ষম হয়েছি। আমাদের এখন সবাই স্বাবলম্বী ভাবে। পরিবার ও সমাজে মর্যাদা পাচ্ছি। আমাদের
দেখে আশপাশের অনেক নারী উৎসাহ পাচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে অনেকে মাছ চাষ করে সফলও হয়েছেন।’

সমিতির আরেক সদস্য সীমা চাকমা বলেন, ‘আমরা এখন পরিবারের বোঝা নই বরং পরিবারের লিডার। চেষ্টা করলে নারীরা সফল হতে পারেন—আমরা তার বাস্তব ‍উদাহরণ। আমাদের দেখে আশপাশের অনেক নারী স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আশা করছি, তারাও সফল হবেন।’

গত বছর ১১ মেট্রিক টন মাছ এবং ৭০০ কেজি পোনা উৎপাদন করেছেন সমিতির সদস্যরা

শুরুর দিকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে এসব নারীকে এমনটি জানিয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, ‘অদম্য চেষ্টা আর পরিশ্রমে তারা প্রমাণ করেছেন, চাইলে নারীরাও সফল হতে পারেন। তারা যে শুধু মাছ চাষ করেন তা কিন্তু নয়, জাল টেনে মাছ ধরা, বাজারে বিক্রি ও সাংসারিক সব কাজ করেন নারী মৎস্যজীবীরা। তারা সমাজের অন্য নারীদের চোখ খুলে দিয়েছেন। এজন্য তারা মডেল।’

এসব নারী মৎস্যজীবীর সংগ্রাম ও একাগ্রতা দেখে বিস্মিত হয়েছি উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ বলেন, ‘তারা এখন জেলার মডেল। তাদের দেখে অনেক নারী আমাদের অফিসে এসে প্রশিক্ষণ দিতে আগ্রহী হয়েছেন। প্রায় অর্ধশতাধিক নারীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সমন্বিত মাছ চাষে সার প্রয়োগ ও সম্পূরক খাদ্য সরবরাহসহ মাছ চাষের সব প্রক্রিয়া তাদের শিখিয়েছি। আশা করছি, কয়েক বছরের মধ্যে ওসব নারীও স্বাবলম্বী হয়ে উঠবেন।’

/এএম/
সম্পর্কিত
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
দারুণ উদ্যোগেও হয়রান মানুষ
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়