X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের উপজেলা সহ-সভাপতিকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০

ফেনীর পরশুরামে অনাদি রঞ্জন সাহা (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পরশুরাম পৌরসভার সামনে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বলে জানা গেছে। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে পুলিশ তাৎক্ষণিক সেটা জানাতে পারেনি।

তার দাবি, স্থানীয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর (সাজেল) কথা বলে মেয়রের অনুগত আনোয়ার হোসেনসহ কয়েকজন তাকে ডেকে বাজারে নিয়ে এই হামলা চালায়। 

তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সাত জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা- হাফিজুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম, ইব্রাহীম, ইয়াকুব প্রকাশ ভুট্টু, মিজানুর রহমান চৌধুরী, জাহিদুল ইসলাম বাবু ও আব্দুল মান্নান।

এই প্রসঙ্গে জানতে মেয়র নিজাম উদ্দিন চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, ঘটনায় পর থেকে মেয়রও স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছেন।

পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে। আনোয়ারকে আটকের চেষ্টা চলছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহত অনাদি রঞ্জন সাহাকে দলের উপজেলা শাখার সহ-সভাপতি দাবি করে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় আমি লজ্জিত।

এদিকে আহত ব্যক্তিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাতে ফেনী সদর হাসপাতালে আনা হয়েছে। সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি বলেন, তার দুই পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সর্বশেষ খবর
মাসব্যাপী স্বল্প আয়ের মানুষদের ইফতার করাবে ডিএনসিসি
মাসব্যাপী স্বল্প আয়ের মানুষদের ইফতার করাবে ডিএনসিসি
সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার
সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়ে ইফতার
আত্মঘাতী গোলে ভারতকে হারালো বাংলাদেশ
আত্মঘাতী গোলে ভারতকে হারালো বাংলাদেশ
টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত
টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত
সর্বাধিক পঠিত
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!