X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে ২ নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এই সময় শিশুসহ ৫৯ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হ্রদের শহরের ডিসি বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- পুষ্প রানী (৭০) ও হেনা রানী। আহতরা হলেন- মীনা রানী (৪৫) নমিতা বর্মন (৩৫) সতীন্দ্র মন্ডল (৬০)।

উদ্ধার হওয়া পর্যটক শ্রীপন বর্মণ বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে এসেছি। কাপ্তাই হ্রদে নৌ বিহারে বের হই। শেষ বিকালে নৌকাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় আশপাশের বিভিন্ন নৌযান, ছুটে আসা ফায়ার সার্ভিস, পুলিশ দ্রুত উদ্ধার করে।

পর্যটকদের টিম লিডার বাস চালক জালাল আহমেদ বলেন, ‘সোমবার ভোরে আমরা রাঙামাটি আসি এবং রিজার্ভ বাজারের দুটো হোটেলে উঠি। সকাল ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সুভলং ঘুরে পর্যটন ঝুলন্ত সেতুতে যাই। সেখান থেকে রিজার্ভ বাজার ফেরার সময় হ্রদের বুকে কোনও কিছুর ধাক্কায় আমাদের নৌকাটি ডুবে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন।’

উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া মো. সোহেল বলেন, ‘মানুষের চিৎকার শুনে আমরা দ্রুত উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ি এবং মোটামুটি সবাইকে উদ্ধার করতে সক্ষম হই। তবে এর মধ্যে দুজনের প্রাণহানি হয়েছে বলে জেনেছি।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলে, ‘ওই দুজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। দুজনই নারী। আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সুস্থ আছেন।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে দুর্ঘটনাটি ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে। শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে এ জন্য দ্রুত নৌকা চালকদের নিয়ে বসবো।’

/এফআর/
সম্পর্কিত
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
মুজিবনগর-আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের ভিড়
সাজেকে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংকট, অপেক্ষা বৃষ্টির
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া