X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জনবল ৭২, রোগী দুই জন

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৩, ১৪:০৬আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৮:৪০

৯২ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। চিকিৎসকসহ হাসপাতালটির বিভিন্ন পদে জনবল কর্মরত আছেন ৭২ জন। বুধবার (১ মার্চ) হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসাধীন রোগী ভর্তি আছে মাত্র দু’জন। সেখানে কর্মকর্তারাই জানিয়েছেন, কখনও একজন, আবার কখনও কখনও দুই থেকে তিনজন রোগী ভর্তি থাকেন হাসপাতালটিতে। আর মাসের অধিকাংশ সময়ই রোগীশূন্য থাকে হাসপাতালটি। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন, নানান সংকটে জর্জরিত এই হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে চিকিৎসক কর্মরত আছেন চার জন, মেট্রন (তদারককারী) একজন, সিস্টার ইনচার্জ চার জন, ফার্মাসিস্ট একজন, স্টোয়ার্ড (রোগীর খাবার তদারককারী) ছয় জন, ওটি সহকারী একজন, ড্রেসার একজন। অপরদিকে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মরত আছেন ৫৪ জন। এরমধ্যে পরিচ্ছন্নতা কর্মী ১৫ জন, নিরাপত্তা প্রহরী একজন, বাবুর্চি দুজন, সহকারী বাবুর্চি তিন জন, ওয়ার্ডবয় ১০ জন, আয়া ছয়জন, অ্যাম্বুলেন্স ক্লিনার একজন ও স্ট্রাকচার কেয়ারের দায়িত্বে আছেন দুই জন।

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের জুনিয়র নার্স হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত মো. রফিক। বছর দুয়েক পরে যাবেন অবসরে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক সময় এই হাসপাতালে রোগীর অনেক চাপ ছিল। সিট না পেয়ে মেঝেতে পর্যন্ত রোগী থাকতো। পূর্বাঞ্চলের হাজার হাজার কর্মরত এবং অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল এই হাসপাতাল। এখন চিকিৎসক নেই। সে কারণে তেমন একটা রোগী আসছে না। কখনও দু’জন, কখনও তিন জন আবার অনেক সময় রোগী শূন্য থাকে।’

হাসপাতালটিতে ৯২টির মতো শয্যা আছে। আছে তিনটি ওয়ার্ড। এরমধ্যে সার্জিক্যাল ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড। আছে মন্ত্রী-এমপি কিংবা ভিআইপিদের জন্য নির্দিষ্ট কেবিনও। তারপরও রোগী কম হওয়ার কারণ হিসেবে চিকিৎসক সংকটকেই দায়ী করছেন এই নার্স। তার ভাষ্য, ‘হাসপাতালটিতে চিকিৎসক অনেক কম। এ কারণে রোগীরা ভর্তি হতে চান না।’

চট্টগ্রাম-রেলওয়ে-হাসপাতাল

খোঁজ নিয়ে জানা গেছে, নানাবিধ সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। অপারেশনের নির্দিষ্ট কক্ষ থাকলেও নেই অপারেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। সংকট রয়েছে চিকিৎসক, সার্জন, নার্স, ল্যাব ও ডায়াগনস্টিক যন্ত্রপাতির। অ্যাম্বুলেন্স থাকলেও সেটি বছরের প্রায় সময় নষ্ট থাকে। 

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

মাসুদুর রহমান নামে এক রেলওয়ে কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বর, মাথা ব্যথাসহ ছোটখাটো সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে কিছু রোগী রেলওয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বড় কোনও সমস্যা নিয়ে কেউ এই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুনিনি। যদিও এক সময় এই হাসপাতালের কদর ছিল। গত ১০ বছর ধরে এ হাসপাতালটির প্রতি রেলওয়ে কর্মকর্তাদের অবহেলার কারণে হাসপাতালটির এমন হাল হয়েছে।’ 

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. আই এস আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেলওয়ে হাসপাতালে চিকিৎসক সংকট অনেক বেশি। ২১টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আমিসহ চার জন কর্মরত। আমাদের রেলওয়ের আওতাধীন অন্যান্য হাসপাতালেও কাজ করতে হয়। এ কারণে আমাদের একটি হাসপাতালে খুব বেশি সময় দেওয়া যাচ্ছে না। রেলওয়ে হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে রোগীরাও তেমন আসছেন না। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসকসহ অন্যান্য পদে নিয়োগ বন্ধ রয়েছে।’

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বাঞ্চলের সব হাসপাতালে চিকিৎসকসহ সবক’টি পদে জনবল কম রয়েছে। জনবল চেয়ে সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত চিকিৎসক সংকট সুরাহা হবে।’

/ইউএস/
সম্পর্কিত
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না