X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘর্ষে একজন নিহত, ওসিসহ ২০ পুলিশ আহত

কক্সবাজার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ২০:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২০:৫০

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফোরকানুর রহমান নামের এক ব্যক্তি নিহত ও চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। একই দিন বিকালে পেকুয়া উপজেলায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামার চিরিঙ্গা বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

নিহত ফোরকানুর রহমান (৪৫) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেতপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। আহত পুলিশ সদস্যদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফোরকানুর রহমান জামায়াতের সমর্থক বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালান জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদসহ পাঁচ পুলিশ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। আহত পুলিশ সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘নিষেধ করা সত্ত্বেও স্থান পরিবর্তন করে গায়েবানা জানাজা পড়েন তারা। পরে মিছিল নিয়ে পৌর শহরের মহাসড়কে পুলিশের ওপর হামলা চালান। এ সময় আমার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘ওই ব্যক্তি কীভাবে নিহত হয়েছেন, তা জানি না। তবে জানাজা শেষে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন জামায়াত নেতাকর্মীরা। পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এতে বাধা দিতে গেলে সংঘর্ষ লেগে যায়।’

অপরদিকে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দারসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘বিকালে বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ওই সময় একদল পুলিশ বারবাকিয়া বাজারে দায়িত্ব পালন করছিলেন। জানাজা শেষে ফেরার পথে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি ওমর হায়দার। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ওসি ওমর হায়দারসহ ১৫ পুলিশ আহত হন। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আহতরা হলেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চদ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া ও রিয়াজুল ইসলাম। 

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, ‘বারবাকিয়া বাজারে গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালান জামায়াত নেতাকর্মীরা। এতে আমিসহ ১৫ জন আহত হই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বশেষ খবর
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের