X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ট্রাকভর্তি মসলা লুট করতে কাউন্সিলর মমিনকে হত্যা, ধারণা পরিবারের

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২১ মার্চ ২০২৪, ১৪:৪৯আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৪:৪৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝোপ থেকে পাওয়া মরদেহটি জামালপুর মেলান্দহের পৌর কাউন্সিলর মো. মমিনের। বুধবার মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার (২১ মার্চ) পরিবার তার লাশ শনাক্ত করে।

এ ঘটনায় কাউন্সিলর মমিনের ছোট ভাই আমিনুল ইসলাম চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। প্রশ্ন উঠছে, জামালপুরের কাউন্সিলরের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ কীভাবে এলো কুমিল্লার মহাসড়কের পাশে?

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মার্চ) ব্যবসায়িক কাজে জামালপুর থেকে কক্সবাজারের চকোরিয়ায় যান পৌর কাউন্সিলর মো. মমিন। মঙ্গলবার (১৯ মার্চ) হলুদবোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার (২০ মার্চ) মহাসড়কের পাশে তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ পাওয়া যায়। কিন্তু যেই ট্রাকে করে হলুদ আনছিলেন সেই ট্রাক বা চালকের কাউকেই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে হলুদসহ ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা এলাকা থেকে তারা মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পেশায় তিনি একজন মসলা ব্যবসায়ী। গত ১৫ মার্চ কক্সবাজারের চকোরিয়ায় যান মসলা কিনতে। ১৯ মার্চ হলুদবোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপরই ২০ মার্চ তার হাত-পা বাঁধা মরদেহ মেলে মহাসড়কের পাশে ঝোপে।

কাউন্সিলর মমিনের ছোট ভাই আমিনুল ইসলাম বলেন, ‘যতটুকু জানি চকোরিয়া থেকে অন্তত ৩০ লাখ টাকার হলুদ কিনে জামালপুর ফিরছিলেন মমিন ভাই। আমাদের ধারণা, ট্রাকের মসলা লুট করতেই নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এ ছাড়াও যদি অন্য কোনও ব্যাপার থাকে তা পুলিশ দেখছে।’

কাউন্সিলর মমিনের মামাতো ভাই বাদশা মিয়া বলেন, ‘মমিন তিন বছর আগে মেলান্দহ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এ ছাড়া তিনি মেলান্দহ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। কাউন্সিলর মমিন চকোরিয়া থেকে বাড়ি রওনা হওয়ার আগে তার ছেলের কাছে ট্রাকের নম্বর, চালক ও হেলপারের নাম জানান। আমরা তা পুলিশকে জানিয়েছি। তারা কাজ করছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন কাউন্সিলর মমিনের ভাই আমিনুল। আমরা দ্রুত সময়ের মধ্যে মরদেহটির পরিচয় শনাক্ত করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদেরও ধরতে পারবো। পরিবারের ধারণা, ৩০ লাখ টাকার হলুদ ছিনতাই করতে এই হত্যাকাণ্ড। তবে আমরা তদন্ত করবো। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। এখানে কোনও রাজনৈতিক বিষয় জড়িত থাকলেও তা বের করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের