X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ঈদের বন্ধের পর ভবনের কাজ শুরু, সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন একটি মার্কেটের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারে পাশে স্থানীয় আহাদ আলীর মালিকানাধীন স্বপ্না মার্কেটের নির্মাণকাজ চলছিল। এর মধ্যে সেখানে সেপটিক ট্যাংকে নির্মাণকাজ শেষ হয় ঈদের আগেই। তবে ঈদের বন্ধের কারণে কয়েক দিন কাজ বন্ধ ছিল। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন নির্মাণশ্রমিক সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ১০ ফুট নিচে নামেন। এর কয়েক মিনিটের মাথায় শ্রমিকেরা নিচে নেমে শ্বাস বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের নিথর দেহ উদ্ধার করেন। পুলিশের ধারণা, ভেতরে জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়েই তিন জন প্রাণ হারিয়েছেন।

গুনিয়াউক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হালিম মিয়া বলেন,
তিন শ্রমিকের মধ্যে দুই জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- আলম মিয়া ও চনু মিয়া। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ইউনিয়নের চেয়ারম্যান জিল্লু মিয়া জানান, ঘটনা জানাজানি হলে হাজার হাজার মানুষ ভিড় করেন। ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তারা।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন জনের লাশ উদ্ধার করি। মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারিয়ে থাকতে পারেন। তাদের লাশের ময়নাতদন্ত হবে। এর পর বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নাসিরনগরের স্টেশনের অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, কোনও বদ্ধ জায়গায় চার পাঁচ দিন অক্সিজেন আসা যাওয়া বন্ধ থাকলে সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। সেই গ্যাসের কারণেই এখানে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেট মালিক গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি