X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ২২:২২আপডেট : ১৭ জুলাই ২০২৪, ২২:২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে সরাইলের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। তখন থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে থেমে থেমে চলে সংঘর্ষ। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে সাত জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শতাধিক শিক্ষার্থী সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন। এর পাশেই ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সরাইল সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে শুরু করে সকাল বাজার এবং উচালিয়াপাড়া মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারশেল এবং শটগানের গুলিতে ছুড়ে পুলিশ। শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। ইটের আঘাতে সরাই থানার ওসি এমরানুল ইসলামসহ আট পুলিশ সদস্য, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিনসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সরাইল থানার ওসিসহ সাত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সরাইলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারশেল এবং শটগানের গুলিতে ছুড়ে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাইলের সমন্বয়ক মো. আরমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। আমরা আত্মরক্ষার চেষ্টা করেছি, আঘাত পেয়েছি। তাদের হামলায় আমাদের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন বলেন, ‘কোনও ধরনের উসকানি ছাড়াই আন্দোলনকারী বিএনপি, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ আমাদের আট নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানু্ল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষে আমিসহ আট পুলিশ ইটপাটকেলের আঘাতে আহত হয়েছি। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ১০ জনকে চিকিৎসা দিয়েছি আমরা। তবে কারও অবস্থা গুরুতর নয়।’    

সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে সরাইল উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আহত ২১
জনতার ধাওয়ায় ৩ ছিনতাইকারীর নদীতে ঝাঁপ, সাঁতরে ওঠার পর গণপিটুনিতে একজনের মৃত্যু
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পরিবারের চার জনকে কুপিয়ে জখম
সর্বশেষ খবর
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের বড় উত্থান
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
আ.লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
আ.লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট