X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৪৯ কিমি সড়কে খরচ ৬৮৫ কোটি টাকা

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৮ আগস্ট ২০২১, ১৬:৩২আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৪৬

মানুষের দুর্ভোগ কমাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ৪৯ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই সড়ক উন্নয়নের মাধ্যমে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার খবরে এ অঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘জামালপুর জেলার মাদারগঞ্জ-কয়রা-মনসুরনগর (কাজীপুর) বয়ড়া বাজার-আবদুল্লাহ মোড় (সরিষাবাড়ী) ও টাঙ্গাইলের ধনবাড়ী সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১২ লাখ টাকা। চলতি বছরের আগস্ট থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। প্রকল্পটি বাস্তবায়নে ৮০ হেক্টর ভূমি অধিগ্রহণ, ১১.৩০ লাখ ঘনমিটার সড়ক বাঁধ নির্মাণ, ৪২.৬০ কিলোমিটার সড়ক পুনরায় নির্মাণ ও সার্ফেসিং ডিবিএস কোর্স (৭.৩০ মিটার প্রশস্ত), ৭০৪.০২ বর্গমিটার নিরাপদ অ্যাপ্রোচ সড়ক উন্নয়ন, ৩.২০ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ (৭.৩০ মিটার প্রশস্ত), ১৬টি বাস-বে নির্মাণ, ছয়টি সেতু নির্মাণ (৪২৫.৫৪ মিটার), ৫০টি আরসিসি কালভার্ট নির্মাণ (মোট দৈর্ঘ্য ৩৭১ মিটার), ২০৭০ মিটার স্লোপ প্রটেকশন নির্মাণ, ১১৬০ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল ও ৩৩৫০ মিটার ব্রিক টো-ওয়াল নির্মাণ, ১৭০০ মিটার সিসিব্লক, ৩৬৫০ মিটার আরসিসি ক্রস ড্রেন ও ৪২৪০ মিটার সসার ড্রেন নির্মাণ, ইউটিলিটি অপসারণ, নির্মাণকালীন রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ, সাইন, সিগন্যাল, কিলোমিটার পোস্ট, রোড মার্কিং ইত্যাদিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে।

জানা গেছে, জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর সড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। সড়কটি জয়দেবপুর থেকে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে ধনবাড়ী উপজেলা দিয়ে জামালপুর শহরে মিলিত হয়েছে। এই প্রকল্প প্রাথমিকভাবে সড়ক ধরা হয়েছে জামালপুর থেকে মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার কয়রা-মনসুরনগর (কাজীপুর) বয়ড়া বাজার-আবদুল্লাহ মোড় হয়ে ধনবাড়ী পর্যন্ত। সড়কটি আবদুল্লাহ মোড় থেকে একুশের মোড় হয়ে ডোয়াইল বাজার থেকে ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বাজারে গিয়ে উঠবে। সড়কটির উন্নয়ন হলে এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি ও শিল্প পণ্য এবং সারাদেশে পরিবহন ও পণ্য বাজারজাতকরণ আরও সহজ হবে। 

এ ছাড়া এই অঞ্চলের মানুষ জামালপুর শহরে না গিয়ে খুব সহজে ঢাকায় পৌঁছাতে পারবেন। প্রকল্পটি অনুমোদন হওয়ায় জামালপুরের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল বলেন, ‘জামালপুর থেকে মাদারগঞ্জের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এই ৩০ কিলোমিটার সড়ক প্রশস্ত হয়ে সরিষাবাড়ীর মনসুরনগর-কাজীপুর দিয়ে ধনবাড়ী গিয়ে মিলিত হবে। এখন জামালপুর হয়ে এই অঞ্চলের মানুষকে ধনবাড়ী, এলেঙ্গা দিয়ে ঢাকায় যেতে হয়। সড়কটি হলে জামালপুর শহরে না গিয়ে সরিষাবাড়ী, কাজীপুর ও মাদারগঞ্জের মানুষগুলো সরাসরি ঢাকায় যেতে পারবেন। এক্ষেত্রে আমাদের প্রায় দুই ঘণ্টা সময় বাঁচবে।’

তিনি আরও বলেন, ‘মাদারগঞ্জের সারিয়াকান্দি এলাকায় ফেরিঘাট হচ্ছে। ফেরি পার হয়ে বংপুর বিভাগের মানুষগুলো খুব সহজেই সড়কটি ধরে রাজধানীতে পৌঁছাতে পারবেন। বঙ্গবন্ধু সেতুতে চাপ কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের প্রিয় নেতা মির্জা আজম এমপির দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রকল্পটি একনেকে পাস হয়েছে।’

সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান বলেন, ‘প্রকল্পটি একনেকে পাস হওয়ায় আমরা খুশি। যারা বিশেষজ্ঞ তারা এখন জায়গাগুলো জরিপ করবে। মাদারগঞ্জ থেকে কয়রা বাজার পর্যন্ত যমুনা নদীর পাড়। কয়রা বাজার থেকে আবার কাজীপুর পর্যন্তও যমুনার পাড়। মাদারগঞ্জ সারিয়াকান্দি ফেরিঘাট হয়ে সড়কটি যাবে। মূলত জরিপ করার পর সঠিক জায়গা নির্ধারণ করা যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে চরাঞ্চলের মানুষের জন্য খুবই কাজে আসবে। এ ছাড়া সাধারণ মানুষ খুব সহজেই ঢাকায় পৌঁছাতে পারবেন।’

/এএম/
সম্পর্কিত
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বশেষ খবর
শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
যুবলীগ নেতা হলেন জুলাইযোদ্ধা, পেলেন অনুদান, তদন্তে কমিটি
যুবলীগ নেতা হলেন জুলাইযোদ্ধা, পেলেন অনুদান, তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ