X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে দ্বিতীয় ডোজের টিকা নিতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

রাজবাড়ী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকা পাচ্ছে তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব সংলগ্ন টিকাকেন্দ্রে সরেজমিন দেখা যায়, টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। কেন্দ্রের সামনে দীর্ঘ সারি।

গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও কলেজসহ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

টিকা নিতে আসা কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘সকাল ১০টায় টিকা নিতে এসেছি। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা দিলে এত কষ্ট হতো না।’

রাজবাড়ীতে দ্বিতীয় ডোজের টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

এক অভিভাবক বলেন, ‘ছেলের টিকা নিতে এলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। স্বাস্থ্যবিধিরও কোনও বালাই নেই। আর এই ভিড়ের মধ্যে তো স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভবও না। টিকাকেন্দ্র আরও বাড়ানো দরকার। তাহলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যবিধি রক্ষা হবে।’

অষ্টম শ্রেণির এক ছাত্রী জানায়, দ্বিতীয় ডোজের টিকা নিতে পাঁচ কিলোমিটার দূর থেকে এসে প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তবে ভালো লাগছে, প্রধানমন্ত্রী আমাদের শিক্ষার্থীদের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি গণটিকা দেওয়ার দিন শিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ থাকায় একটু চাপ বেড়েছিল। তবে এই অবস্থা থাকবে না। উপজেলার সব শিক্ষার্থীই করোনার টিকা পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দ্রুত টিকাদানের চেষ্টা চলছে। উপজেলায় একটি এসি রুম থাকায় একটু চাপ বেড়েছে। এছাড়া ফাইজারের টিকা এসি রুম ছাড়া দেওয়া যায় না। টিকাদানে আমাদের পর্যাপ্ত লোকবল রয়েছে। আশা করি কোনও সমস্যা হবে না।

/আরকে/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা