X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জামিন নামঞ্জুর, মহিলা দলের নেত্রী স্মৃতি কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ০৯:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৯:৫২

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি ইসলামকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে উপস্থিত করা হলে বিচারক সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা তাকে কারাগারে পাঠান। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (৫ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

মামলার এজাহারে বলা হয়, গত (৩১ আগস্ট) দুপুরে তিনি ফেসবুকের নিজস্ব আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট করেন। এ ঘটনা উল্লেখ করে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। 

 এদিকে এক মাস আগের ফেসবুক পোস্ট নিয়ে অভিযোগ করার কারণ জানতে চাইলে সামসুল আরেফিন বলেন, ‘সোনিয়া আক্তার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় আপত্তিকর কথা বলেছেন। এই পোস্ট মাসখানেক আগে দিয়েছে। অন্য একটি পোস্ট দেখতে গিয়ে এটি চোখে পড়ে। তা ছাড়া এ–সংক্রান্ত তথ্যপ্রমাণ জোগাড়ে সময় লেগেছে। তাই মামলা করতে দেরি হয়।’ 

এদিকে সোনিয়া আক্তারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘সোনিয়ার দুটি ছোট বাচ্চা আছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেত্রীকে নিয়ে সারা দিন শ্রাদ্ধ করে। কোনও ধরনের রাজনৈতিক শিষ্ঠাচার তাদের মধ্যে নেই। কিন্তু মামলা সব আমাদের বিরুদ্ধে হয়।’

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও গুজব ছড়ানোর অভিযোগে স্মৃতি ইসলামের নামে থানায় একটি অভিযোগ দায়ের হয়। পরে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে পাঠানো হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

/টিটি/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ধর্ষণ মামলার পর বড় মনিরকে আ.লীগ থেকে অব্যাহতি
রমনায় বোমা হামলা মামলা: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি কবে?
সর্বশেষ খবর
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি