X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এটা অস্তিত্বের লড়াই, সরকারের পদত্যাগ চাই: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ২২:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২২:০০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘এবার আমরা লড়ছি- কারণ এটা আমাদের ও দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। ৫২ বছরে কী দিয়েছে? আজ জনগণের মধ্যে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। এই গণজাগরণকে আর বৃথা যেতে দেওয়া হবে না। আমরা শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে এই সরকারের পদত্যাগ চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই।’

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এ কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘অনেকে বলেন, আপনারা এ সরকারকে পদত্যাগ করাতে চান কেন? কেন আমরা এই সরকারের পতন চাই? ওনারা বলেন, ওনারা (সরকারের লোকজন) নাকি উন্নয়ন করছেন। উন্নয়ন তো দৃশ্যমান দেখছি। বড় বড় স্থাপনা হচ্ছে। মনে রাখবেন, বড় বড় স্থাপনা অবকাঠামো এই মডেলটা কেমন পুরোনো লাগে না। আইয়ুব খানের আমলেও বড় বড় স্থাপনা হয়েছিল। এরশাদের আমলেও রাস্তাঘাট হয়েছিল।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন লেফটেনেন্ট কর্নেল নুরুজ্জামান। তিনি এক সাক্ষাতকারে বলছিলেন, তিনি যখন দেশে ফিরেছেন তখন এক কৃষক তাকে বলছিলেন, আমার তো চোখ নেই। আমার চোখ আমি আপনার অন্তরে দিলাম। আমার চোখ দিয়ে বাংলাদেশে গিয়ে দেখবেন, কতটা বদলেছে। গাছের পাতা কী আরও সবুজ হয়েছে, শিশুরা কি হাসতে পারছে? বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর আসে, আমাদের দেশের নারীরা ওএমএসের লাইনে দাঁড়িয়ে চাল কেনার টাকা নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের কেনার ক্ষমতা নেই। এই হলো বাংলাদেশের মানুষদের অবস্থা। প্রধানমন্ত্রী ও তার উন্নয়ন ১৪ বছরে এসে দুর্ভিক্ষে পরিণত হয়েছে। এটা আমরা বলিনি, প্রধানমন্ত্রী নিজে বলেছেন।’

রিজার্ভ কমছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, ‘প্রতিদিন রিজার্ভ কমছে। কেন কমছে? এর কারণ বছরে ৭০-৭৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। এই টাকা কীভাবে যায়? এই বাংলাদেশ ব্যাংক গত এক বছরে আট হাজারের ওপরে লেনদেন পেয়েছে, যেগুলোকে তারা অস্বাভাবিক লেনদেন বলছে। এসব ব্যবসায়ীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘২০১৪ সালে আপনারা (আওয়ামী লীগ) কাউকে দাঁড়াতে দেননি। ২০১৮ সালে সুষ্ঠু ভোট দেওয়ার কথা বলে ডেকে নিলেন। আমরা কী দেখলাম? জাপানের রাষ্ট্রদূত বলেছেন, পুলিশ রাতের আঁধারে ব্যালট বাক্স সিল মেরে ভরেছে। এটা উনি পৃথিবীর কোনও দেশে শোনেননি, বাংলাদেশে শুনেছেন। উনি যা বলেছেন, আমরা কি এটা অস্বীকার করতে পারি? তাছাড়া আমরা তো দেখেছি আপনারা কীভাবে রাতের আঁধারে ব্যালট বাক্স ভরেছেন। তারা আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা কী? তারা ক্ষমতায় থাকবে, কিন্তু মানুষ ভোটের অধিকার থাকবে না। নির্বাচন নির্বাচন খেলা হবে কিন্তু সেখানে ভোট দিতে পারবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাকি আহত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!