X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ: পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ২৩:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২৩:২৬

তিন দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এজন্য ঢাকামুখী যানবাহনের চাপে রবিবার (২৫ ডিসেম্বর) রাতে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে থেকে যানজট সৃষ্টি হয়েছে।

বাসের যাত্রী ও চালকরা জানিয়েছেন, টোলপ্লাজার সামনে থেকে নাওডোবা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন ঢাকামুখী যাত্রীরা। আধা ঘণ্টা অপেক্ষা করে টোলপ্লাজা অতিক্রম করতে হয় তাদের।

কয়েকজন বাসযাত্রী জানিয়েছেন, তিন দিনের ছুটি কাটিয়ে সোমবার সকাল থেকে কর্মস্থলে যোগ দেবেন তারা। এজন্য আজ রাতেই রওনা হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাজিরা প্রান্তে টোলপ্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বন্ধ রয়েছে। এজন্য টোল আদায়ে ধীরগতি দেখা দিয়েছে। এতে টোলপ্লাজার সামনে থেকে গাড়ির চাপ বেড়ে যায়। সেইসঙ্গে যানজট দেখা দেয়।

টোলপ্লাজার সামনে থেকে নাওডোবা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ যানজট

পদ্মা সেতু দক্ষিণ থানার এএসআই মো. ফিরোজ আল মামুন বলেন, ‘জাজিরা প্রান্তে টোলপ্লাজার সামনে থেকে দক্ষিণে এক-দেড় কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তিন দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষজন। এজন গাড়ির চাপ বেশি। পাশাপাশি সেতুর ছয়টি টোল বুথের মধ্যে চারটি দিয়ে টোল আদায় চলছে। সেখানে ধীরগতির কারণে চাপ বেড়ে গেছে। ফলে যানজট দেখা দিয়েছে। আশা করছি, রাতের মধ্যে গাড়ির চাপ কমে যাবে।’

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘ছয়টি টোল বুথের মধ্যে চারটি চালু আছে। তিন দিনের ছুটি থাকায় গাড়ির চাপ বেড়েছে। এজন্য যানজট দেখা দিয়েছে। তবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমরা টোল বুথে দুজন করে কর্মী দিয়েছি। রাতের মধ্যে গাড়ির চাপ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

/এএম/
সম্পর্কিত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর সড়কে তীব্র যানজট
সর্বশেষ খবর
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি