X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

১৫ মাস পর কারামুক্ত হয়ে পরীক্ষার হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা

গাজীপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি কারামুক্ত হন। পরে কারাগারের সামনে থেকে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন তার বোন। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহজাহান আহমেদ। 

মো. শাহজাহান আহমেদ বলেন, ‌‘রবিবার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই করে সোমবার ভোরে মুক্তি দেওয়ার কথা জানানো হয় স্বজনদের। কিন্তু স্বজনরা কারাগারে পৌঁছাতে দেরি করায় সকাল ৯টার দিকে মুক্তি দেওয়া হয়।’

মুক্তির পর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজাতুল কুবরা সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। বিনা দোষে প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা নেই। কারাগারে ভালো ছিলাম না। নামাজ পড়ে, রোজা রেখে আর লেখাপড়া করে সময় কাটিয়েছি। আজকে আমার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবো।’

খাদিজাতুল কুবরার বোন সিরাজুম মুনিরা জানিয়েছেন, কারাগার থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে এসে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় খাদিজা। দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ‘স্ট্যাটিসটিক্যাল অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অব পলিটিক্স’ কোর্সের পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ক্যাম্পাসে পৌঁছায় ১১টায়। এরপর শিক্ষকদের অনুমতি নিয়ে সাড়ে ১১টায় পরীক্ষায় অংশ নেয়।। পরীক্ষার সময় ১টা পর্যন্ত হলেও খাদিজা আগেই বের হয়ে যায়। কারণ তার মানসিক অবস্থা ভালো ছিল না। এজন্য বাসায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়ার পর খাদিজা ১৪ মাস ২৩ দিন কারাগারে থাকায় দুই সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে পারেনি। রবিবার মুক্তি পাওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। 

খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদীই পুলিশ। গত বছরের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। আর দেলোয়ার বিদেশে পলাতক রয়েছেন।

এরই মধ্যে আদালতে দুবার খাদিজার জামিন আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। পরে ১০ জুলাই আপিল বিভাগ জামিন স্থগিতের আদেশ বহাল রেখে শুনানি চার মাসের জন্য মুলতবি করেন। গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম আর খাদিজার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া।

/এএম/
সম্পর্কিত
সাবেক এসপি সুব্রত কুমারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা