নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবককে পিটুনি দিয়েছে এলাকাবাসী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
নিহত কামরুল চাঁদপুরের হাইমচর থানার মাইন উদ্দিন পাটোয়ারীর ছেলে। পরিবার নিয়ে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় কামরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ কামরুলের শারীরিক অবস্থা দেখে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, নিহত কামরুল পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইকালে ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার শারীরিক অবস্থা খারাপ দেখে পুলিশ প্রথমে খানপুর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।