X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধীদের কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করেছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। সোমবার দুপুর সোয়া ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত করার সময়সীমা বেঁধে দিয়ে বেলা সোয়া ২টার দিকে সড়ক থেকে সরে যান তারা। 

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষর করেন। এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে সংগঠনটির একাংশ। এর ধারাবাহিকতায় মহাসড়ক অবরোধ করেন তারা।

একই দাবিতে গত শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধরা। সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা। সে অনুযায়ী মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পালন করা হয়।

অবরোধের খবর পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল ওয়ারেস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনাস্থল উপস্থিত হন। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ থেকে সরে আসেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলাম বলেন, ‌‘ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজনকে কমিটিতে রাখা হয়েছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অনেককে বাদ দিয়ে এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যারা সংগঠনের কাজে যুক্ত ছিলেন না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে আরও বৃহত্তর আন্দোলন ডাকা হবে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান