X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

মোবাইল ছিনতাইয়ের সময় যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশন রোড এলাকায় এক পথচারীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাকে ধরে ফেলেন। পরে স্টেশন রোড সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে পিটুনি দেন লোকজন। এতে ওই যুবক গুরুতর আহত হন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে আহত যুবককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. এহতেশাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন তাকে পিটুনি দিয়েছেন। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী, ব্যাগসহ টেনেহিঁচড়ে নিয়ে গেলো নারীকে
তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার
সর্বশেষ খবর
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এবার রিয়াজ, চঞ্চল ও মামুনুর রশীদসহ হত্যাচেষ্টা মামলার আসামি ১৪ শিল্পী
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করবো: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি