X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আলোচিত চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণে যুবদল, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৯:৫৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুজন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত স্থানীয় যুবদলের দুই পক্ষের নেতাকর্মীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। নিহত যুবকের নাম হাসিব (২৮)। তিনি চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আয়নাল হোসেনের ছেলে। আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালালেও বর্তমানে বেকার ছিলেন। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন রাসেল (৩০) ও বশর (৩২)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসিবের বড় ভাই যুবদল কর্মী বাবু জানান, সংঘর্ষ চলাকালে মঙ্গলবার রাত ২টার দিকে হাসিব গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজের পর রবিন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ানের অনুসারীরা। তাকে স্থানীয় যুবদলের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রবিনকে ছাড়িয়ে নিতে আসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল করিম এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম রাব্বানী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটা, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন বাসিন্দা জানিয়েছেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমের সঙ্গে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল করিম এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম রাব্বানীর চনপাড়ার মাদক ও অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল। রাব্বানী ও করিম আগে যুবদলের সঙ্গে যুক্ত থাকলেও শামীমের সঙ্গে বিরোধের জেরে তারা যুবদল ছেড়ে স্বেচ্ছাসেবক দলে যোগ দেন। রাব্বানী, করিম ও রবিন আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়ে থেকে এলাকায় মাদক ব্যবসা চালান। 

মঙ্গলবার রাতে রবিনকে আটকের পর শামীম ও তার লোকজনের সঙ্গে রাব্বানী, রফিক, শাকিল এবং তার লোকজনের বৈঠক হয়। বৈঠকে শামীম ও রাব্বানীর দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষে হাসিবসহ তিন জন গুলিবিদ্ধ হন। হাসিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষে উভয়পক্ষের বিজয়, রানা, বিল্লালসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়ায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান উভয় পক্ষের লোকজন। এ সময় পাড়ার বাসিন্দা আপন ও বশিরের ঘরসহ শতাধিক বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর করা হয়। সকালে যৌথ বাহিনী চনপাড়ায় অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র মাদক কারবারের জন্য স্থানীয়দের কাছে চনপাড়া বস্তি নামে পরিচিত। এখানে মাদক, অস্ত্র, যৌন ব্যবসা, ভাড়াটে খুনি পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের সময়ে চনপাড়ার নিয়ন্ত্রণ ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির হাতে ছিল। পরে বিউটি আক্তার খুন হলে চনপাড়া নিয়ন্ত্রণ করতে থাকেন বজলুর রহমান বজলু মেম্বার। 

২০২২ সালের ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নূর পরশের লাশ। ফারদিনের মৃত্যুর ঘটনায় চনপাড়া বস্তির মাদক প্রসঙ্গ আলোচনায় আসে। সে সময় আলোচনায় আসে বজলু মেম্বারের নাম। ওই বছরের ১৮ নভেম্বর বিকালে র‌্যাব-১ চনপাড়ার পূর্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বজলুকে গ্রেফতার করে। ওই রাতেই র‌্যাব তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে তিনটি মামলা করে। এই তিনটি মামলাসহ বজলুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ কমপক্ষে ২৩টি মামলা ছিল বলে র‌্যাব সে সময় জানিয়েছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৩ মার্চ কারাগারে অসুস্থ হয়ে পড়লে বজলুকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩১ মার্চ সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এরপর চনপাড়ার নিয়ন্ত্রণ চলে আসে ইউপি সদস্য শমসেরের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর চনপাড়ার মাদক ও অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় যুবদল নেতা শামীম ও রাব্বানী, করিম গ্রুপের কাছে। নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতেই মাঝেমধ্যে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

এসব বিষয়ে যুবদল নেতা মনির হোসেন বলেন, ‘চনপাড়াকে মাদকমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে। গত রাতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে লোকজন যুবদলের কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাকে ছাড়িয়ে নিতে আমাদের ওপর হামলা করেন আমাদের দলেরই রাব্বানী, করিম ও তাদের অনুসারীরা। আমরা নিজেরা বাঁচার জন্য কেবল তাদের প্রতিরোধ করেছি। কিন্তু আমরা কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করিনি।’

প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপরে হামলা করেছেন বলেও দাবি করেন যুবদলের এই নেতা। তবে মাদক ব্যবসার নিয়ন্ত্রণে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন মনির।

এ ব্যাপারে জানতে আবদুল করিম ও মো. রাব্বানীকে একাধিকবার কল দিয়ে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চনপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শামীম ও রাব্বানী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে চনপাড়ায় যৌথ অভিযান চালানো হয়। তবে সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এখনও এ ঘটনায় মামলা হয়নি।’

 

/এএম/
সম্পর্কিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সর্বশেষ খবর
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’