X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট

স্বস্তির ঈদযাত্রা: ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

রাজবাড়ী প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৫:০৫আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:০৫

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। যার ফলে যাত্রীদের ভিড় বেড়েছে সড়ক ও নৌপথে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটে অবস্থান করে এ চিত্র দেখা যায়।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের সঙ্গে বহুসংখ্যক ভেঙে ভেঙে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। একই চিত্র দৌলতদিয়া লঞ্চঘাটেও। প্রতিটি লঞ্চেই ছিল ভিড়। এ অবস্থায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পার হচ্ছে লঞ্চগুলো।

পথে কোনও ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোনও যানজট বা ভোগান্তি। ফেরি ও লঞ্চ থেকে যাত্রীরা নেমে চলে যাচ্ছেন গন্তব্যে।

ঢাকা থেকে আসা হামিদা আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে। তিনি বলেন, ‘গত কয়েকটি ঈদের মতো এবারও কোনও প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরিঘাটেও ভোগান্তি নেই।’

জে আর পরিবহনের যাত্রী বকুল খান বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে ফেরিঘাটে ভোগান্তির শেষ ছিল না। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছি। এবারও একই পরিস্থিতি।’

প্রাইভেটকারচালক বাচ্চু সরদার বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের কোথাও তেমন কোনও ভোগান্তি নেই। ঘাটে আসামাত্রই ২০ মিনিটের মধ্যে ফেরিতে উঠতে পেরেছি। অথচ এক সময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে জানিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, ‘ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে। আশা করছি, সকলে ভালোভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে পারবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের