X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২০:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২২:২২

খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (০৩ এপ্রিল) সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তাসংলগ্ন সালাম জুট মিলে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, ‘বিকাল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’

মালিকপক্ষের দাবি, প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দায়সারাভাবে কাজ করছে বলে অভিযোগ মালিকপক্ষের। তবে ফায়ার সার্ভিসের পক্ষে বলা হয়েছে, মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে কোনও ধরনের ব্যবস্থা রাখা হয়নি। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংয়ের কাজ চলছে। এ সময় মিলের দেয়াল কেটে ভেতরে ঢোকার উদ্যোগ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

সালাম জুট মিলের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

সালাম জুট মিলের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচা পাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন না। তারা রুমের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারাভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে। প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কোনও ধরনের ব্যবস্থা নেই। ফলে কাজ চালাতে আমাদের বেগ পেতে হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ১১টি ইউনিটের ২১টি লাইন থেকে পানি ছিটানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও বিশাল গুদামে ডাম্পিংয়ের কাজ চলছে। যা সময় সাপেক্ষ। একটি গুদাম ১ লাখ ৫ হাজার বর্গফুট ও অপরটি ১ লাখ ৪৫ হাজার বর্গফুটের। এত বিশাল গুদামে ডাম্পিংয়ের কাজে সময় লাগবে। পাটের আগুন তাই ডাম্পিং করতে হবে। এখন দেয়াল কেটে মিলের ভেতরে প্রবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শুকনো পাট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হয়। মিলে পাটের সুতা ও রপ্তানিযোগ্য পাটজাত পণ্য মজুত ছিল। ২০১২ সালে সালাম জুট মিল চালু হয়। পাটের সুতা উৎপাদন করা হতো মিলে। প্রথমে জুট মিলটির ৩ নম্বর গুদামে আগুন লাগে। পরে বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

/কেএইচটি/
সম্পর্কিত
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
চট্টগ্রামে মমতা মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি