X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২০:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২২:২২

খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (০৩ এপ্রিল) সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তাসংলগ্ন সালাম জুট মিলে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, ‘বিকাল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’

মালিকপক্ষের দাবি, প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দায়সারাভাবে কাজ করছে বলে অভিযোগ মালিকপক্ষের। তবে ফায়ার সার্ভিসের পক্ষে বলা হয়েছে, মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে কোনও ধরনের ব্যবস্থা রাখা হয়নি। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংয়ের কাজ চলছে। এ সময় মিলের দেয়াল কেটে ভেতরে ঢোকার উদ্যোগ নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

সালাম জুট মিলের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

সালাম জুট মিলের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচা পাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন না। তারা রুমের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারাভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছে। প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কোনও ধরনের ব্যবস্থা নেই। ফলে কাজ চালাতে আমাদের বেগ পেতে হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ১১টি ইউনিটের ২১টি লাইন থেকে পানি ছিটানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও বিশাল গুদামে ডাম্পিংয়ের কাজ চলছে। যা সময় সাপেক্ষ। একটি গুদাম ১ লাখ ৫ হাজার বর্গফুট ও অপরটি ১ লাখ ৪৫ হাজার বর্গফুটের। এত বিশাল গুদামে ডাম্পিংয়ের কাজে সময় লাগবে। পাটের আগুন তাই ডাম্পিং করতে হবে। এখন দেয়াল কেটে মিলের ভেতরে প্রবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শুকনো পাট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হয়। মিলে পাটের সুতা ও রপ্তানিযোগ্য পাটজাত পণ্য মজুত ছিল। ২০১২ সালে সালাম জুট মিল চালু হয়। পাটের সুতা উৎপাদন করা হতো মিলে। প্রথমে জুট মিলটির ৩ নম্বর গুদামে আগুন লাগে। পরে বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে