দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আওতাধীন নান্দাইল উপজেলা যুবদলের মো. মোবারক হোসেন উজ্জল, আকরাম হোসেন ফেরদৌস ও জহুরুল হককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদল শাখার সভাপতি শামছুল হক (ভিপি) শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেশীশক্তি প্রদর্শনপূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আওতাধীন নান্দাইল উপজেলা যুবদলের মো. মোবারক হোসেন উজ্জল, আকরাম হোসেন ফেরদৌস ও জহুরুল হককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ (উত্তর) জেলা শাখার সভাপতি শামছুল হক (ভিপি) শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’