X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

‘মাশাল্লাহ, আল্লায় বাঁচাইলা’

মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট
২৭ আগস্ট ২০১৬, ১৩:৪৫আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৬:৩০

তামিম চৌধুরী
‘মাশাল্লাহ, আল্লায় বাঁচাইলা!’ এই কথা বলেই গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর মৃত্যু সংবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন তার চাচাতো ভাই ফাহিম আহমদ চৌধুরী। শনিবার (২৭ আগস্ট) সকালে তামিমের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তার কথায় বোঝা গেল, এই মৃত্যু সংবাদে তারা (তামিমের স্বজনরা) উৎফুল্ল।

তামিমের কানাডা প্রবাসী কোনও স্বজন দেশে অবস্থান করছেন কিনা এ বিষয়টিও তার জানা নেই বলে জানিয়েছেন ফাহিম। তিনি জানান, তার বাবা নজরুল ইসলাম (তামিমের চাচা) গত রবিবার মারা গেছেন। বাবার মৃত্যুতে তাদের পরিবার শোকাহত।

এদিকে তামিমের চাচা নূরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে ভাতিজার মৃত্যুর বিষয়টি তার  জানা নেই বলে জানান। এমনকি তার বাবার পরিবারের সঙ্গেও তাদের কোনও যোগাযোগ নেই। তামিম দেশে কোথায় অবস্থান করতো-সে বিষয়েও তারা অবহিত ছিলেন না।

বিয়ানীবাজার বড় গ্রামের বাসিন্দা দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তামিমের মৃত্যু সংবাদ তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষের কোনও প্রতিক্রিয়া নেই। ‘এলাকার মানুষ এতো পেরেশান না’-এই মন্তব্য করে তিনি বলেন, ‘বড় গ্রামের মানুষ জঙ্গিবিরোধী। তার লাশ আনতে গ্রাম থেকে কেউ যাবে না।’

শনিবার সকালে নারায়ণগঞ্জে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’-এ তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

তামিম সম্পর্কে খোঁজ-খবর নিতে গত ১৭ আগস্ট বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি সরেজমিনে বিয়ানীবাজার যান। ভারত সীমান্তঘেঁষা তামিমদের গ্রামের বাড়ি বড়গ্রাম। সিলেট থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার। তখন এলাকাবাসী তামিমের বিষয়ে তেমন কোনও তথ্য জানাতে পারেননি। এমনকি তার তিন চাচার বাড়িঘরও তালাবদ্ধ পাওয়া যায়

উল্লেখ্য, ‘আমার লগ (সঙ্গ) ছাড়ি দেও, আমি আল্লাহর নামে আছি’ —পাঁচ বছর আগে বাবাকে এই চিঠি পাঠিয়ে তামিম আহমদ চৌধুরী নিখোঁজ হন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এরপর পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানেন এলাকার লোকজন।

আরও পড়ুন:

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

নারায়ণগঞ্জে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান

/এফএস/ 

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আদান-প্রদানের মাধ্যমে ইনোভেশন বেশি সফল হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
পাকিস্তানে যেসব স্থানে হামলা চালানোর দাবি করলো ভারত
পাকিস্তানে যেসব স্থানে হামলা চালানোর দাবি করলো ভারত
ভারত থেকে পুশইনের চেষ্টা করা ঠিক হচ্ছে না: খলিলুর রহমান
ভারত থেকে পুশইনের চেষ্টা করা ঠিক হচ্ছে না: খলিলুর রহমান
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি