X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কলকাতার সিনেমা দিয়েই মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৭:৪৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭:৪৮

বহু প্রতীক্ষার পালা শেষে জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত কলকাতার ‘বাজি’ সিনেমার মধ্য দিয়ে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়েছে। আকাশ সংস্কৃতির প্রভাবে বন্ধ হয়ে যাওয়া লেফটেন্যান্ট (অব.) এ এম ইউনুসের প্রাচীন মধুবন সিনেমা হলটি নতুন আঙ্গিকে মধুবন সিনেপ্লেক্সে রূপান্তর করেন তার ছেলে আর এম ইউনুস রুবেল।

জানা গেছে, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ এম ইউনুস ১৯৭৪ সালে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় মধুবন সিনেমা হলটি প্রতিষ্ঠা করেছিলেন। ইবনে মিজান পরিচালিত ও শাবানা-ওয়াসিম অভিনীত ‘ডাকু মনসুর’ সিনেমা দিয়ে হলটির যাত্রা শুরু হয়। হলটিতে এক হাজার দর্শক একসঙ্গে সিনেমা উপভোগ করতে পারতেন। বাবার সঙ্গে এ হলের দেখাশোনা করতেন আর এম ইউনুস রুবেল। সর্বশেষ গত ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা প্রদর্শনের পর আকাশ সংস্কৃতির আগ্রাসনসহ নানা কারণে হলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর রুবেল মধুবন সিনেপ্লেক্সে সংস্কারের উদ্যোগ নেন। সাড়ে তিন বছর কাজ শেষে প্রদর্শনের উপযোগী হয়। করোনাসহ নানা কারণে অনেকদিন উদ্বোধন করা সম্ভব হয়নি।

দর্শকদের জন্য মধুবন সিনেপ্লেক্সের আসন

আর এম ইউনুস রুবেল জানান, এখন হলের আসন সংখ্যা ৩৩৯। সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, নান্দনিক পরিবেশ, বিশ্বমানের প্রেক্ষাগৃহের অত্যাধুনিক সব সুবিধা এ হলে রয়েছে। দর্শকরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। ৪২ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের থ্রিডি পর্দায় সিনেমা দেখা যাবে। শুক্রবার তিনটি ও অন্য দিনে চারটি শো প্রদর্শিত হবে। এখানে নারী দর্শকদের জন্য রয়েছে প্রসাধন কক্ষ। পুরুষদের জন্য আলাদা বিশ্রামাগার, ফুডকোর্ট, জুসবার, কফিশপ ও পার্কিং সুবিধা রয়েছে। শুরুতে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শন শুরু হলেও পরে এর সংখ্যা বাড়বে। এছাড়া তিন ধরনের টিকিট বিক্রি হবে। গোল্ড ৩০০, প্রিমিয়াম ২০০ এবং স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য ১০০ টাকা।

তিনি আরও জানান, বিজয়া দশমী উপলক্ষে ‘বাজি’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে মধুবন সিনেপ্লেক্সের যাত্রা শুরু হলো। তবে শিগগিরই তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনেপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বগুড়ার প্রবীণরা জানান, বগুড়া শহরে ১০টিসহ সারা জেলায় মোট ৩৮টি সিনেমা হল ছিল। আকাশ সংস্কৃতি, ইন্টারনেট প্রযুক্তি চালুসহ নানা কারণে দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নেন। ফলে ইতোমধ্যে ৩১টি সিলেমা হল বিলুপ্ত হয়েছে। শহরের সাতমাথায় মধু, মেট্রো ও মেরিনা সিনেমা হল; থানা রোডে উত্তরা; চারমাথায় বীথি; জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে সেনা অডিটোরিয়াম এবং মাঝিড়া ক্যান্টনমেন্টে ছিল উল্লাস সিনেমা হল। মধু, মেট্রো, মেরিনা হল ভেঙে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। সর্বশেষ বন্ধ হয়েছে নবাববাড়ি সড়কের বাম্বি সিনেমা হল।

বর্তমানে শহরে দুইটিসহ জেলায় মোট সাতটি সিনেমা হল চালু থাকলেও সেগুলো চলছে ধুঁকে ধুঁকে। করোনার কারণে দেড় বছর হলগুলো বন্ধ ছিল। কয়েকদিন আগে শহরের সোনিয়া হল চালু করা হলেও কাঙ্ক্ষিত দর্শক হচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
কলকাতায় মধুসূদন দত্তের বাড়ি পুনরুদ্ধারের উদ্যোগ
ভারতে ‘বাংলাদেশি এক যুবকের’ চার বছরের কারাদণ্ড
আজাদের বিরুদ্ধে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি