X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:০৭

রাজশাহীর চারঘাটে এক পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান (৭০) শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের মৃত আব্দুল করিম মণ্ডলের ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (২৩ এপ্রিল) সকালে নিহতের ছেলে ফাহিম হোসেন মিলন বাদী চারঘাট থানায় হত্যা মামলা করেন। 

গ্রেফতার দুই ব্যক্তি হলেন উপজেলার ফতেহপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। 

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বলেন, আবদুল মান্নান শুক্রবার বিকালে ইফতার নিয়ে পাটক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাটক্ষেত থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন পাটক্ষেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

পরিদর্শক আবদুল লতিফ আরও বলেন, শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা চুরি করতে এসেছিল চোরেরা। কলাবাগানের মধ্যে আবদুল মান্নান তাদের চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
রাজধানীতে আ. লীগের ৫ নেতা গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার