X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:০৭

রাজশাহীর চারঘাটে এক পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান (৭০) শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের মৃত আব্দুল করিম মণ্ডলের ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (২৩ এপ্রিল) সকালে নিহতের ছেলে ফাহিম হোসেন মিলন বাদী চারঘাট থানায় হত্যা মামলা করেন। 

গ্রেফতার দুই ব্যক্তি হলেন উপজেলার ফতেহপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। 

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ বলেন, আবদুল মান্নান শুক্রবার বিকালে ইফতার নিয়ে পাটক্ষেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাটক্ষেত থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন পাটক্ষেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

পরিদর্শক আবদুল লতিফ আরও বলেন, শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা চুরি করতে এসেছিল চোরেরা। কলাবাগানের মধ্যে আবদুল মান্নান তাদের চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
চট্টগ্রাম শ্রম আদালতে ঝুলছে দুই হাজার ৮৭ মামলা
সর্বশেষ খবর
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’