X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লেগে থাকুন, সফলতা আসবেই: শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০২ জুন ২০২২, ১৯:৪৯আপডেট : ০২ জুন ২০২২, ১৯:৪৯

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পদ্মা সেতু শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি বাঙালির আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের অনন্য প্রতীক। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর আমাদের যে প্রচেষ্টা, তা বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১টায় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য স্থির করুন, নিজেদের সেভাবে গড়ে তুলুন, লেগে থাকুন, লেগে থাকলে সফলতা আসবেই। মনে রাখবেন, যেন খারাপ পথে ধাবিত না হন। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর অগ্রযাত্রায় আপনাদের সততা, দক্ষতা, মেধা, মনন ও যোগ্যতার প্রমাণ দিতে হবে।’

দীপু মনি বলেন, ‘পরাধীনতা থেকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর মাত্র কয়েক বছরের মধ্যে তিনি বাঙালি জাতিকে মুক্তির পথরেখা দিয়েছেন। বঙ্গবন্ধু স্বাধীন দেশের উপযোগী বিজ্ঞান মনস্ক, প্রযুক্তিবান্ধব ও মানবিক মানুষ গড়ার শিক্ষা দর্শন উপহার দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সোনার বাংলা গড়ার আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তি সেই পথ রুদ্ধ করেছে। ক্ষমতাগ্রহণের তিন বছরের মাথায় বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তচিন্তার বদলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি শোনা গেছে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাগ্রহণের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুন্দর পরিবেশে ফিরে এসেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রযুক্তিবান্ধব শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। গবেষণাকে গুরুত্ব দিচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চার জায়গা নয়, জ্ঞান সৃষ্টির জায়গা। গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।’

দুজন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং নয় শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেওয়া হয়

দীপু মনি বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রা সারা বিশ্বে স্বীকৃত। আজ প্রান্তিক এলাকা বলে কিছু নেই। সবাই ডিজিটাল বাংলাদেশের সুযোগ পাচ্ছেন। দেশ আজ ডিজিটাল না হলে করোনা মহামারিতে স্থবির হয়ে যেতো। অর্থনীতি ধ্বংস হয়ে যেতো। কিন্তু ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে করোনা মোকাবিলায় বিশ্বে ৫ম স্থানে ছিল। আজ দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সমাজের সব স্তরের মানুষ উন্নত জীবনযাপন করছে। যার ভিত্তি স্থাপন করে গেছেন বঙ্গবন্ধু।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বলবো, অনেকে পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতির দিকে তাকিয়ে থাকেন। কিন্তু তাদের উত্থান মাত্র শতকের। আমাদের ঢাকা শহরের কাছে আড়াইশ বছরের পুরনো আধুনিক নগর আছে। রাজশাহীর আশপাশে বহু প্রাচীন স্থাপনা আছে। কাজেই আমাদের ভেতরের দিকে তাকান, দেখেন কি আছে, সেটাকে ধারণ করে সুন্দর দেশ গড়তে পারি আমরা।’

সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গ্র্যাজুয়েটদের বিজ্ঞান, সাহিত্য ও দর্শন চর্চার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র।

এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওসমান গনি তালুকদার ও টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং নয় শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ দেওয়া হয়। 

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদভুক্ত ১০ বিভাগের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেন। সমাবর্তনের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ।

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া