X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সীমান্তে কৃষকের দুই হাত ভেঙে দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৮:২৩আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:২৩

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে বিএসএফ সদস্যরা এক কৃষককে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিবগঞ্জ উপজেলায় বুধবার (১২ অক্টোবর) দুপুরের এ ঘটনায় আহত কৃষকের নাম এসলাম আলী (৭০)। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর মোড়ল পাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভবিষ্যতে যাতে সীমান্তে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করেছে বিজিবি।

স্থানীয় এক ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে বলেন, বুধবার দুপুর ২টার দিকে নিজের পাটক্ষেতে কাজ করছিল কৃষক এসলাম আলী। এ সময় দৌলতপুর ক্যাম্পের ৬-৭ জন বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে রাইফেল এবং লাঠি দিয়ে পিটিয়ে কৃষকের দুই হাত ভেঙে দেয় এবং পুরো শরীরে নির্যাতন চালিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। 

মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সেরাজুল ইসলাম বলেন, বিএসএফ প্রায়ই বাংলাদেশে ঢুকে কৃষকদের ওপর নির্যাতন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষক এসলামের ওপর নির্যাতন চালিয়েছে তারা। একজন বৃদ্ধ মানুষকে অন্যায়ভাবে মেরে দুই হাত ভেঙে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহমেদ বলেন, সীমান্তে বৃদ্ধকে নির্যাতনের বিষয়টি লোকমুখে শুনেছি। বিজিবি সদস্যরা এ বিষয়ে ব্যবস্থা নেবে।  

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিবারের মাধ্যমে বিষয়টি বিজিবি জানতে পেরেছে। পরে বিজিবি সদস্যরা আহত ব্যক্তির ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় আজ সকালে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে ফের জোরালো প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সীমান্তে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। বিএসএফ এ ঘটনার তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।  

 

/টিটি/
সম্পর্কিত
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
সর্বশেষ খবর
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের