X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯

বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পৃথক স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্প্লিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী উপজেলা বিএনপি নেতা নূরে আজম বাবুসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সারিয়াকান্দি উপজেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটফুলবাড়ির কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। তারা নাশকতা সৃষ্টির জন্য সঙ্গে বিস্ফোরক দ্রব্য বহন করেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ সেখানে যায়।

তখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। স্প্লিন্টারের আঘাতে এসআই কামরুল হাসান ও কনস্টেবল আবদুস সামাদ আহত হন। পরে সেখানে অতিরিক্ত ফোর্স এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সাহাপাড়া তিনমাথা মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণ করেন। পুলিশ সেখান থেকে একটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়ার বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় অবস্থান করায় এই বিষয়ে কিছু জানেন না।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ককটেলের আঘাতে আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের অংশ জব্দ করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আত্মগোপন করায় শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’