X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯

বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পৃথক স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্প্লিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী উপজেলা বিএনপি নেতা নূরে আজম বাবুসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সারিয়াকান্দি উপজেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটফুলবাড়ির কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। তারা নাশকতা সৃষ্টির জন্য সঙ্গে বিস্ফোরক দ্রব্য বহন করেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ সেখানে যায়।

তখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। স্প্লিন্টারের আঘাতে এসআই কামরুল হাসান ও কনস্টেবল আবদুস সামাদ আহত হন। পরে সেখানে অতিরিক্ত ফোর্স এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সাহাপাড়া তিনমাথা মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণ করেন। পুলিশ সেখান থেকে একটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়ার বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় অবস্থান করায় এই বিষয়ে কিছু জানেন না।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ককটেলের আঘাতে আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের অংশ জব্দ করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আত্মগোপন করায় শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়