X
শনিবার, ২৫ মার্চ ২০২৩
১১ চৈত্র ১৪২৯

ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮:২৯

বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পৃথক স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্প্লিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করেছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী উপজেলা বিএনপি নেতা নূরে আজম বাবুসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সারিয়াকান্দি উপজেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটফুলবাড়ির কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। তারা নাশকতা সৃষ্টির জন্য সঙ্গে বিস্ফোরক দ্রব্য বহন করেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ সেখানে যায়।

তখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটান। স্প্লিন্টারের আঘাতে এসআই কামরুল হাসান ও কনস্টেবল আবদুস সামাদ আহত হন। পরে সেখানে অতিরিক্ত ফোর্স এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সাহাপাড়া তিনমাথা মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণ করেন। পুলিশ সেখান থেকে একটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়ার বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় অবস্থান করায় এই বিষয়ে কিছু জানেন না।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ককটেলের আঘাতে আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের অংশ জব্দ করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আত্মগোপন করায় শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফআর/
চকবাজার জোনের এসি’র বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৩ লাখ টাকাসহ গ্রেফতার ১
জঙ্গি দমনে যা করতে চায় পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
যে ইতিহাস বারবার জানা দরকার
যে ইতিহাস বারবার জানা দরকার
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
সর্বাধিক পঠিত
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!