X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বাবা হওয়ার পরদিন মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২৩, ২৩:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২৩:২৬

বগুড়া সদরের নামুজা ইউনিয়নে শহীদুল ইসলাম (৫৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের সরদারপাড়ার শোবার ঘরের আড়ায় মাফলার দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে ছেলেসন্তানের বাবা হয়েছেন তিনি।

শহীদুল ইসলাম সরদারপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন নামুজা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। স্থানীয় এসএসআই ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া নামুজা পুরাতন হাট মসজিদ ও ভান্ডারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইমামতি করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার এসআই মন্ডাজ আলী বলেন, ‘মানসিক সমস্যার কারণে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। এরপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

স্বজনরা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে ক্যানসারে স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন শহীদুল। পরে তাকে দ্বিতীয় বিয়ে করান পরিবারের লোকজন। এরই মধ্যে মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় স্ত্রীর পুত্রসন্তানের জন্ম দেন।

শহীদুল ইসলামের এক আত্মীয় জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের খাবারের পর শহীদুল আলাদা ঘরে ঘুমাতে যান। স্ত্রী পাশের ঘরে ছিলেন। প্রসূতি হওয়ায় তার সঙ্গে বোন ছিলেন। ফজরের নামাজের সময় শহীদুল ঘর থেকে বের হননি। শুক্রবার সকালে নাশতার জন্য ডাকতে গেলে ঘরের আড়ায় মাফলার দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখেন স্বজনরা।

এসএসআই ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবু জাফর বলেন, ‘মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক শহীদুল ইসলাম প্রায় ছয় মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করতে পারেন।’

/এএম/
সম্পর্কিত
স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিয়ের পর উধাও নববধূ, প্রাণ গেলো স্বামীর
নিখোঁজের তিন দিন পর ৫ কেজি সোনাসহ পাচারকারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার