X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

উদ্বোধনী খেলায় অংশ নিতে যাওয়ার পথে ১৫ ছাত্রী আহত

জয়পুরহাট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১১

জয়পুরহাটের আক্কেলপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ফুটবল খেলায় অংশ নিতে যাওয়ার পথে ভটভটি উল্টে এক বালিকা বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ইঞ্জিনের গরম পানিতে তিন শিক্ষার্থীর হাত পা ঝলসে গেছে। আহত শিক্ষার্থীদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছুটে আসেন। তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশ দেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ কারণে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হচ্ছে- রিনা রানী পাহান (ষষ্ঠ শ্রেণি), স্বর্ণা পাহান (ষষ্ঠ শ্রেণি), রুপালী পাহান (অষ্টম শ্রেণি), আয়শা সিদ্দিক (ষষ্ঠ শ্রেণি), জুঁই পাহান (ষষ্ঠ শ্রেণি), রাজিয়া সুলতানা (সপ্তম শ্রেণি), লতা পারভিন (ষষ্ঠ শ্রেণি), শাফিমণি (ষষ্ঠ শ্রেণি), সুমাইয়া শিমু (নবম শ্রেণি), ঋতু খাতুন (সপ্তম শ্রেণি), সুবর্ণা পারভিন (অষ্টম শ্রেণি), সাদিকা সুলতানা (সপ্তম শ্রেণি) ও নিপা পাহান (সপ্তম শ্রেণি)। এর মধ্যে রিনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ঝলসে গেছে।

উদ্বোধনী খেলায় অংশ নিতে যাওয়ার পথে ১৫ ছাত্রী আহত

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, ভটভটি উল্টে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত। 

আহত সুমাইয়া শিমু ও শাফিমণি বলে, ১৫ জন ভটভটিতে আসছিলাম। আমাদের সঙ্গে শিক্ষকরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। ভটভটির চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে গিয়ে উল্টে যায়। আমরা সবাই নিচে পড়ে যাই। তখন মনে হয়েছে হয়তো কেউ বাঁচবো না। মাঠের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইমা খাতুন বলেন, তিলকপুর-আক্কেলপুর সড়কের কাঁঠালবাড়ি এলাকায় সেতু নির্মাণ করা হচ্ছে। বিকল্প সড়ক নতুন করে নির্মাণ না হওয়ার  কারণে এক মাসের অধিক সময় ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা ভটভটি নিয়ে বিকল্প পথে আসার সময় উল্টে গেছে। সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকলে সেদিক দিয়ে যেতে পারতাম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল ৯টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা পর্যায়ে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আমাদের বিদ্যালয়ের খেলা ছিল। ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড়রা ভটভটি চড়ে যাচ্ছিল। আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। হঠাৎ সকাল পৌনে ৯টার দিকে শ্রীরামপুর মোড়ে উল্টে যায়। এতে আমাদের ১৫ শিক্ষার্থী আহত হয়। ভানুরকান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে খেলা ছিল। দুর্ঘটনার পর স্থগিত করা হয়েছে। আহত শিক্ষার্থীদের দেখতে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন হাসপাতালে এসেছিলেন। তিনি শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন।

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ