X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান, শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারি (এলবিপি) উচ্চবিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর সদ্য স্থগিত হওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৫ জানুয়ারি) সকালে পৌর শহরের সরকারি লাল বিহারি উচ্চবিদ্যালয়ের দেয়ালে এ চিত্র দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনও একসময় এটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে সমবেত হয়।

এ সময় জয়পুরহাট-হিলি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে পড়েন তারা। এতে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচবিবি থানার ওসি কাওসার আলী ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক ও আল মাহামুদ সানি প্রমুখ।

আল আমিন ও আজিজুর রহমান বলেন, পাঁচবিবি সরকারি লাল বিহারি উচ্চবিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গ্রাফিতি আঁকা হয়। সেই গ্রাফিতির ওপর শনিবার রাতের আঁধারে  ‘জয় বাংলা’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লিখেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগের দুর্বৃত্তরা এটি করেছে। তাদের এত বড় সাহস কী করে হয়েছে। কেন তাদের এখনও গ্রেফতার করা হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো আমরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর যারা জয় বাংলা স্লোগান লিখেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের