সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাদপুর ইউনিয়নের চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এরপর বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেনের মৃত্যু হয়। কবির চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।
এ ঘটনায় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।
অন্যদিকে তদন্ত কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।
জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এ ছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের লাশ আনার পরে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি জানিয়ে ওসি আরও বলেন, এজাহার এলেই সেটাকে মামলা হিসেবে নেওয়া হবে।