X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নীলফামারীতে ২০২ জনকে সহায়তা

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর ১৫ ইউনিয়নের ২০২ দুস্থ ও গরিবের মাঝে হুইল চেয়ার, রিকশা-ভ্যান, সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক চর্চার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলার সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সংসদ সদস্যদের ব্যক্তিগত তহবিল এবং এডিপির (২০২০-২১) অর্থায়নে এসব সামগ্রী বিতরণের আয়োজন করে সদর উপজেলা পরিষদ।

আসাদুজ্জামান নূর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছিলেন বাঙালি জাতির জন্য। তাঁর রাজনীতির স্বপ্ন ছিল, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছিল। যে পাকিস্তানকে আমরা বর্জন করেছিলাম, যে পাকিস্তানি শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল, সে পাকিস্তানকে আবারও ফেরানোর একটা চেষ্টা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বিএনপির নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা আমরা স্বীকার করি। কিন্তু একজন মুক্তিযোদ্ধা কি পারেন, রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে চলতে? তার দলের দিকে তাকান, তার মন্ত্রীরা কারা ছিলেন, প্রত্যেকটা লোক স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। এরপর ওনার স্ত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় এলেন, তিনিও জামায়াতকে সঙ্গে নিলেন। যে জামায়াতে ইসলাম ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধেই ছিল না, তারা বাঙালিদের হত্যা করেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে বাড়িতে আগুন দিয়েছে লুটতরাজ করেছে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্ত্বনা চক্রবর্তী প্রমুখ।

সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, দুস্থ প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ৪৬, শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ৩৩, কর্মসংস্থানের জন্য রিকশা ১৪, ভ্যান ১৮, সেলাই মেশিন ৪০, নলকূপ ২০, বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান ৫৪, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি ৩৫, ক্রীড়া চর্চার জন্য ফুটবল ৩৬০, ভলিবল ৫০, ক্রিকেট ব্যাট ৪, ব্যাডমিন্টন ১৬ সেট, সাংস্কৃতিক চর্চায় হারমোনিয়াম ৮ ও ৮ জোড়া তবলা বিতরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে আহতদের ওপর থুতু দিয়েছিলেন শেখ হাসিনা: অ্যাটর্নি জেনারেল
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি