X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১৫ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৭:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:৪৮

১৫ দিন পর দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পাথর উত্তোলন শুরু হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম পাথর উত্তোলন শুরু করে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে পাথর উত্তোলন অব্যাহত থাকবে। অ্যামোনিয়ামের সংকটে কাজ বন্ধ ছিল। 

কোভিড পরিস্থিতি ও সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সময়মতো অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা সম্ভব হয়নি। এজন্য গত ১২ মার্চ থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যামোনিয়াম আমদানি হওয়ায় কার্যক্রম আবারও শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে ৫০০ টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়ায় শতকোটি টাকার ওপরে।

এ অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে। বর্তমানে তিন শিফটে পাথর উত্তোলন করছেন প্রায় সাড়ে সাতশ শ্রমিক। এছাড়া দেশি-বিদেশি মিলে রয়েছে প্রায় ২০০ কর্মকর্তা রয়েছেন। প্রতিদিন তিন শিফটে পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন। অবশ্য কখনও কখনও লক্ষ্যমাত্রারও বেশিও উত্তোলন করা হয়। লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ছয় বছরের চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

/এএম/
সম্পর্কিত
বেড়েই চলেছে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন
ভারত থেকে ৬০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি
মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন বন্ধ
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া