X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরালেন সালিশদাররা

রংপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৮:১৭আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮:১৭

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া গ্রামে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়েছে। সেই সঙ্গে তাকে ওই গ্রামে বয়কট করে একঘরে করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে জুতার মালা পরানোর ছবি ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের উদ্দেশে মধ্যরাতে ঘরে ঢোকার অভিযোগ তোলেন মনির হোসেনসহ স্থানীয় কয়েকজন। এ ঘটনা নিয়ে তাকে সামাজিকভাবে একঘরে করার জন্য স্থানীয় মসজিদ কমিটির নামে এলাকায় লিফলেট বিতরণও করা হয়। শুক্রবার বিকালে ধুমগাড়া জামে মসজিদের সামনে একটি খোলা মাঠে মসজিদ কমিটির সদস্যসহ স্থানীয় লোকজনদের উপস্থিতিতে শালিসের আয়োজন করা হয়। শালিসে গ্রামের মাতবর ওই ব্যক্তিকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানোর আদেশ দেন। একই আদেশ দেন হারাগাছ পৌরসভার টাংরির বাজার এলাকার আব্দুর রউফ। এরপর তার গলায় জুতার মালা পরিয়ে বাজারসহ গ্রামে ঘেরানো হয়। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে এই নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ব্যক্তির ভাই দাবি করেন, মনির হোসেন নামের একজনের সঙ্গে তার ভাইয়ের টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনার জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য মনিরসহ আরও কয়েকজন মসজিদ কমিটির নাম ব্যবহার করে প্রহসনের শালিস ডাকেন। সেখানে সাক্ষ্য প্রমাণ ছাড়াই একতরফাভাবেক তাকে দোষী সাব্যস্ত করে জুতা মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।

ভুক্তভোগীর ছেলে দাবি করেন, ‘মিথ্যা অপবাদে আমার বাবাকে ডেকে এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি।’ যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অভিযুক্ত মনির হোসেন দাবি করেন, ‘রাতের অন্ধকারে পুত্রবধূর ঘরে ঢোকার বিষয়ে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসেছিল তা ঠিক। তবে আমার নির্দেশে জুতার মালা পরানো হয়নি। পাশের গ্রামের আব্দুর রউফের নির্দেশে সেখানে উপস্থিত উত্তেজিত লোকজন তার গলায় জুতার মালা পরিয়ে দেন।’

অভিযোগ অস্বীকার করে আব্দুর রউফ বলেন, ‘সালিশে উপস্থিত ছিলাম তা সঠিক। তবে জুতার মালা পরানোর নির্দেশ দিইনি। এই ঘটনা নিয়ে ওই গ্রামে তুমুল উত্তেজনা বিরাজ করছে।’

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা
‘ধর্ষণের শিকার’ সপ্তম শ্রেণির সেই ছাত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের