X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পঞ্চগড়ে তেল না পেয়ে সড়কে গ্রাহকরা  

পঞ্চগড় প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৩:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৩:৩৩

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাতে পঞ্চগড় জেলা শহরসহ পাঁচ উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহন মালিকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পাম্পগুলো রাত ১২টার আগে কিছু গ্রাহককে ১০০/২০০ টাকা করে তেল সরবরাহ করা হয়। পরে তেল শেষ বলে পাম্পগুলো সরবরাহ বন্ধ করে দেয়। এতে গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহন রেখে বিক্ষোভ, সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। 

এ অবস্থায় রাত ১২টার পর নতুন দামে তেল বিক্রি শুরু করে পাম্প মালিকরা। বিক্ষোভ সড়ক অবরোধ ও উত্তেজনা নিরসনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বিভিন্ন পাম্পে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

জানা যায়, পঞ্চগড়ে তালিকাভুক্ত ২৯টি পাম্প রয়েছে। জেলায় ডিজেলের হাদিা রয়েছে প্রায় ৩৬ হাজার লিটার। এছাড়া পেট্রোল ১৬ হাজার লিটার এবং অকটেনের চাহিদা রয়েছে প্রায় চার হাজার লিটার।

সিরাজগঞ্জ থেকে আসা ট্রাক চালক শরিফুল বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। 

মোটরসাইকেল চালক আশরাফুল বলেন, আগের দামে তেল নিতে এসে মাত্র ১০০ টাকার তেল পেয়েছি। এর বেশি তেল দেয়নি পাম্প কর্তৃপক্ষ। 

অপর মোটরসাইকেল আরোহী নিযামউদ্দিন পাম্পে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

ক্ষুব্ধ মোটরসাইকেল চালক আশরাফুল জানান, অসাধু পাম্প মালিকরা দাম বাড়ানোর খবরে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। মজুতকৃত তেল নতুন দামে বিক্রির জন্যই এমনটি করেছেন তারা।

পঞ্চগড় ফিলিং স্টেশনের মালিক আবু হিরণ বলেন, গত জুন মাস থেকে জ্বালানি তেলের সংকট চলছে। আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না।  পাম্পে দৈনিক ৩০ হাজার লিটার ডিজেলের চাহিদার বিপরীতে পাচ্ছি ১০ থেকে ১৫ হাজার লিটার। পেট্রোলের পাঁচ হাজার লিটারের বিপরীতে সপ্তাহে পাচ্ছি মাত্র এক গাড়ি পেট্রোল। এ কারণে বর্তমানে তেলের সংকট তৈরি হয়েছে। আজ তেলের দাম বেড়ে যাওয়ায় সব গ্রাহক পাম্পে ভিড় করেছেন। আমার যে মজুত ছিল তা দিয়ে গ্রাহককে তেল সরবরাহ করা সম্ভব না। যতক্ষণ তেল ছিল ততক্ষণ বিক্রি করেছি। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, পাম্পে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ পাম্পগুলো তদারকি করছেন। কোনও পাম্পের মজুত কত তা খোঁজ নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়লো
বাস ভাড়া দ্রুত সমন্বয়ের দাবি মালিকদের
শনিবার থেকে চট্টগ্রামে বাস না চালানোর সিদ্ধান্ত 
তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড় 
তেল না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 

/টিটি/
সম্পর্কিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
মজুত থাকার পরও দিনভর পাম্পে অকটেন সংকট!
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল