X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সিগারেটের আগুন থেকে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬

আবারও দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালে স্টোররুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের স্টোররুমে পুরাতন জিনিসপত্র ও বেডের পুরাতন ফোম ছিল। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে হাসপাতাল ও ফায়ার সার্ভিস ধারণা করছে।

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, হাসপাতালের চতুর্থ তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ বিভাগের কাজ চলছে। হয়তো সেখানে কর্মরত শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। স্টোররুমে যেসব মালামাল রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে সেগুলো বিনষ্ট করা হবে।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক জানান, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই স্টোররুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসাধীন সব রোগীকে তাৎক্ষণিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক