X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিগারেটের আগুন থেকে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড

দিনাজপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৬

আবারও দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালে স্টোররুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের স্টোররুমে পুরাতন জিনিসপত্র ও বেডের পুরাতন ফোম ছিল। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে হাসপাতাল ও ফায়ার সার্ভিস ধারণা করছে।

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, হাসপাতালের চতুর্থ তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ বিভাগের কাজ চলছে। হয়তো সেখানে কর্মরত শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। স্টোররুমে যেসব মালামাল রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে সেগুলো বিনষ্ট করা হবে।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক জানান, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই স্টোররুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসাধীন সব রোগীকে তাৎক্ষণিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা