X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

ঘরে ১০ মাস বয়সী সন্তান, আঙিনায় স্বামীর লাশ

আরিফুল ইসলাম রিগান, পঞ্চগড়ের করতোয়া তীর থেকে
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫

মাত্র দুই বছর আগে দিনমজুর সেন্টুর সঙ্গে নিজের জীবন সাত পাকে বেঁধেছিলেন ভৈরবী (১৮)। ১০ মাস আগে তার কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা শিশু। শিশু কন্যা জ্যোতি রানি আর স্বামী সেন্টুকে নিয়ে সুখেই কাটছিল জীবন। কিন্তু মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে করতোয়ায় নৌকাডুবির ঘটনায় তাদের জীবনে মহাপ্রলয় বয়ে গেছে। নৌকাডুবিতে তিন দিন নিখোঁজের পর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উদ্ধার হয়েছে স্বামী সেন্টুর মরদেহ। বাড়ির আঙিনায় ভ্যানে করে আনা হয় সেই দেহ। যা দেখে মা-স্ত্রী ও প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। 

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বটতলি গ্রামে সেন্টু-ভৈরবী দম্পতির বাড়ি। পেশায় দিনমজুর সেন্টুর সংসারে বিধবা মা পার্বতী, স্ত্রী ভৈরবী ও শিশু সন্তান জ্যোতি রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেন্টুকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের পথে পরিবারের সদস্যরা। নিজের আর শিশু সন্তানের অনাগত দিন কীভাবের কাটবে তা ভাবতে পারছেন না ভৈরবী। 

আরও পড়ুন: করতোয়ার পাড় থেকে শ্মশান ঘাট, লাশ আর লাশ

স্বামীর মরদেহ দেখে ভৈরবী আর্তনাদ করে বলছেন, ‘মোক থুইয়া কোটাই গেলু গো। মুই কেমন করি থাকিম।’ তার এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারও নেই। কিছু পরেই সেন্টুর মরদেহ নিকটবর্তী শ্মশানে নিয়ে সৎকার করা হয়। 

আরও পড়ুন: একের পর এক ভেসে উঠছে লাশ

ভৈরবী ও তার শিশু সন্তান জ্যোতি রানির আগামীর জ্যোতি হারিয়ে গেছে। তাদের মতো অবস্থা পঞ্চগড়ের বোদা উপজেলা আর দেবীগঞ্জের অনেক পরিবারের। স্থানীয়রা বলছেন, এই ক্ষতি অপূরণীয়। এত প্রাণহানির ঘটনায় শোকের পাশাপাশি অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

সেন্টুর লাশ বাড়িতে আনা হলে স্বজন ও প্রতিবেশীরা এক নজর দেখতে ভিড় জমান সেন্টুর প্রতিবেশী সুজন বলেন, ‘পরিবারটা শেষ হয়ে গেল। সেন্টু পরিবারের একমাত্র পুরুষ এবং উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে এখন সবার চিন্তা। বাবা ডাক শেখার আগেই সে বাবাকে হারালো। ওদের পরিবারটার কী হবে, কে জানে।’

আরও পড়ুন: যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

এদিকে মঙ্গলবার দুপুরে করতোয়া তীরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবার পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের সহায়তা করবেন। তবে সে সহায়তা স্বজনহারা ক্ষতিগ্রস্তদের কতটুকু ক্ষতিপূরণ করতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ‘মা ফিরেছে লাশ হয়ে, বাবা তো ফিরলো না’

পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত আরও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৬৮ জনে।  

আরও খবর:

দেড় মাস আগে বিয়ে, করতোয়ায় বিচ্ছেদ

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

 

/টিটি/
সম্পর্কিত
নদী ‘খুনের’ তিন কারণ জানালেন আনু মুহাম্মদ
পদ্মা সেতুর নদীশাসনের ব্যয় বেড়েছে
খনন করা ১২ নৌপথের অর্ধেকই পরিত্যক্ত: প্রতিবেদন
সর্বশেষ খবর
অভ্যন্তরীণ-বাহ্যিক হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
অভ্যন্তরীণ-বাহ্যিক হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলো ওয়ালটন
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলো ওয়ালটন
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
বাংলাদেশ-ব্রাজিল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
বাংলাদেশ-ব্রাজিল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’