X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিয়ের দেড় মাসেই হিমালয়-বন্যার চির বিচ্ছেদ

আরিফুল ইসলাম রিগান, করতোয়া তীর থেকে ফিরে
২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৩

উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে বন্যার। চার দিন ধরে করতোয়ার পানির আড়ালে নিখোঁজ স্বামী হিমালয় ফিরেছেন। কিন্তু চিরদিনের জন্য নীরব ও নিথর হয়ে গেছেন তিনি। তার প্রাণহীন দেহে কোনও স্পর্শ করার সুযোগ পাননি বন্যা। চিরবিচ্ছেদের পথে শ্মশানচারী হয়েছেন হিমালয়। মাত্র দেড় মাস আগে বিয়ে করা স্ত্রী বন্যা আর প্রিয় বাবা-মা ও স্বজনদের কাঁদিয়ে চিতায় উঠেছেন তিনি। আর এর মধ্য দিয়েই বন্যা-হিমালয়ের হয়েছে চিরবিচ্ছেদ।

এর আগে গত রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার মাড়েয়া উপজেলার আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় বদেশ্বরী মন্দির দর্শনের উদ্দেশে গিয়েছিলেন নবদম্পতি হিমালয়-বন্যা। এ ঘটনায় বন্যা কৌশলে পরার কাপড় ছুড়ে ফেলে তীরে উঠতে সক্ষম হলেও হিমালয় ব্যর্থ হন। চারদিন নিখোঁজ থাকার পর বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আউলিয়া ঘাটের দক্ষিণে শালবাগানের পাশে করতোয়া থেকে হিমালয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিমালয়ের দুলাভাই গ্রি বাবু তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমালয়ের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি খালপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বীরেন্দ্রনাথ-সারদা রানি দম্পতির একমাত্র ছেলে। দেড় মাস আগে হিমালয়ের বিয়ে হয় বন্যা রানির সঙ্গে। মহালয়ার অনুষ্ঠানে পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে এক নৌকায় ছিলেন তারা। নৌকাডুবির ঘটনায় হিমালয়ের খালা, মামি ও মামাতো বোনেরও মৃত্যু হয়। তাদের মরদেহ আগেই উদ্ধার হয়েছে।

গ্রি বাবু বলেন, বিকালে হিমালয়ের মরদেহ উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হয়। মাত্র দুই তিন মিনিটের জন্য বাড়ির আঙিনায় অ্যাম্বুলেন্স থামিয়ে সোজা শ্মশানে নেওয়া হয় হিমালয়কে। দলুয়া খালপাড়া গ্রামের পুলিস্তিবাড়ি শ্মশানঘাটে সন্ধ্যার কিছু আগে তার সৎকার হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য। বিয়ের মাত্র দেড় মাস যেতে না যেতেই ওদের চির বিচ্ছেদ হলো। এমন মৃত্যু মানা যায় না। চার জনের মৃত্যুর এই শোক আমরা কেমন করে ভুলবো?’

বন্যার মানসিক অবস্থার বিষয়ে গ্রি বাবু বলেন, ‘বন্যা বারবার জ্ঞান হারাচ্ছে। ওকে কোনোভাবে বুঝ দেওয়া যাচ্ছে না। আমার শ্বশুর-শাশুড়িও তাদের একমাত্র ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েছেন। এই বেদনায় কোনও সান্ত্বনা কাজে আসবে না।’

এদিকে বুধবার রাতে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শেষ হয়েছে। মাড়েয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত জেলা প্রশাসনের জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে দেওয়া তথ্যমতে, নৌকাডুবির ঘটনায় সন্ধ্যা পর্যন্ত চলা উদ্ধার অভিযানে নিখোঁজ চার ব্যক্তির মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। একইসঙ্গে উদ্ধার মরদেহ সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও এক নারীসহ তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে আগামীকালও করতোয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এখনও নিখোঁজদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে শ্রীমতি জয়া রানি, ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদনের ছেলে বুপেন (পানিয়া) ও সাকোয়া ডাঙাপাড়া গ্রামের খগেন্দ্রনাথ বর্মনের ছেলে সুরেন।  

 

আরও পড়ুন:

একসঙ্গে এত লাশ কখনও দেখেনি মাড়েয়া গ্রামের মানুষ

ঘরে ১০ মাস বয়সী সন্তান, আঙিনায় স্বামীর লাশ

করতোয়ার পাড় থেকে শ্মশান ঘাট, লাশ আর লাশ

‘মায়ের পর বাবাও ফিরলেন, তবে লাশ হয়ে’

যে কারণে করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাডুবি: তদন্ত কমিটির প্রধান

নৌকাডুবির দায় কার?

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা