X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

কুড়িগ্রামের দুই উপজেলা নির্বাচনে কোনোটিতেই জেতেননি নৌকার প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ২১:৫৭আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০০:১৪

কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দুটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। দুটিতেই জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

চিলমারী উপজেলায় আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান (শাহীন)। আর রৌমারীতে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমান আলী। বুধবার (২ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বেসরকারি এই ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই উপজেলায় মোট ১১৪টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। চিলমারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীসহ পাঁচ জন এবং রৌমারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীসহ সাত জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রগুলোতে দিনব্যাপী ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে, চিলমারীতে আনারস প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী রুকুনুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান আলী সরকার ১৪ হাজার ৩৬২ ভোট পেয়েছেন।

অন্যদিকে, রৌমারীতে ঘোড়া প্রতীকে বিজয়ী প্রার্থী ইমান আলী পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান বঙ্গবাসী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট। এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের অবস্থান চতুর্থ। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪১৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘কোনও অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

/এফআর/
সম্পর্কিত
গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘ডিসেম্বর সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি’
প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুলের পরামর্শআওয়ামী লীগকে দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান
সর্বশেষ খবর
শেখ পরিবারের নামে থাকা ১৪টি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনে অধ্যাদেশ জারি
শেখ পরিবারের নামে থাকা ১৪টি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনে অধ্যাদেশ জারি
‘রমজানে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে ডিম ও মাংসের দাম’
‘রমজানে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে ডিম ও মাংসের দাম’
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত