X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিয়ে বাড়িতে চা পান করে ১২ বরযাত্রী অসুস্থ

লালমনিরহাট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২০:২০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পান করে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাজ্জীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের কার্যক্রম চলাকালে আমন্ত্রিত অতিথিদের চা পান করানো হয়। দাবি করা হচ্ছে- রান্নাঘরে চায়ের পাতা রাখা পাত্রের পাশে কীটনাশকের পাত্র ছিল। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে কীটনাশক দিয়ে দিয়েছেন। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন তারা।

তবে বিয়ে বাড়ির কেউ বিষয়টি স্বীকার করছেন না। তারা বলছেন, এত বড় ভুল হতে পারে না। যদি এটাই হয়ে থাকে তবে প্রতিবেশী বা অন্য কেউ কাজটি করতে পারেন বলে তাদের ধারণা।

পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বরের বোন জাহানারা বেগম বলেন, নাস্তা ও চা খাওয়ার পরই শরীর অসুস্থ হতে শুরু করে। কিছুক্ষণ পরে দেখি, আমার পাশে থাকা বেশ কয়েকজন অসুস্থ। পরে বিয়ে বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে থাকা অবস্থায় পরে জানতে পারি, বিষক্রিয়ায় অসুস্থ হয়েছি।

কনের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ভাতিজির বিয়েতে ভুলবশত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে চায়ের পাতা রাখা কৌটার পাশে কীটনাশকের (বাসডিন) প্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে। এই থেকে এমনটা হতে পারে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। ১০ জনের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক