X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বিয়ে বাড়িতে চা পান করে ১২ বরযাত্রী অসুস্থ

লালমনিরহাট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২০:২০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পান করে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাজ্জীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের কার্যক্রম চলাকালে আমন্ত্রিত অতিথিদের চা পান করানো হয়। দাবি করা হচ্ছে- রান্নাঘরে চায়ের পাতা রাখা পাত্রের পাশে কীটনাশকের পাত্র ছিল। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে কীটনাশক দিয়ে দিয়েছেন। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন তারা।

তবে বিয়ে বাড়ির কেউ বিষয়টি স্বীকার করছেন না। তারা বলছেন, এত বড় ভুল হতে পারে না। যদি এটাই হয়ে থাকে তবে প্রতিবেশী বা অন্য কেউ কাজটি করতে পারেন বলে তাদের ধারণা।

পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বরের বোন জাহানারা বেগম বলেন, নাস্তা ও চা খাওয়ার পরই শরীর অসুস্থ হতে শুরু করে। কিছুক্ষণ পরে দেখি, আমার পাশে থাকা বেশ কয়েকজন অসুস্থ। পরে বিয়ে বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে থাকা অবস্থায় পরে জানতে পারি, বিষক্রিয়ায় অসুস্থ হয়েছি।

কনের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ভাতিজির বিয়েতে ভুলবশত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে চায়ের পাতা রাখা কৌটার পাশে কীটনাশকের (বাসডিন) প্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে। এই থেকে এমনটা হতে পারে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। ১০ জনের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মানবসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়, পাঠানো যাবে ১৫ হাজার ডলার
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি