X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হলো প্রধান শিক্ষককে, তিন দিনেও মেলেনি খোঁজ

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ২৩:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২৩:২৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকার নিজ বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে (৫৪) পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা করলেও তিন দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নুরুল আমিন উপজেলার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদিতমারী থানার ওসি মো. মোকতারুল ইসলাম বলেন, ‌‘এ ঘটনায় অপহৃত নুরুল আমিনের ছেলে আব্দুর রউফ মামলা করেছেন। আমরা অপরাধীদের শনাক্ত ও শিক্ষককে উদ্ধারের চেষ্টা করছি।’

প্রধান শিক্ষক নুরুল আমিনের বড় ভাই নামুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বলেন, ‘গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা ও কালো রংয়ের মাইক্রোবাসে ১০-১২ জন লোক পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে নুরুল আমিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় আমি ও আমার চাচা বাধা দিলে আমাদের মারধর করা হয়। আমি ও আমার চাচা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও আমার ভাইয়ের সন্ধান পাইনি।’

নুরুল আমিনের ছেলে আব্দুর রউফ বলেন, ‘আমার বাবার খোঁজ এখনও পাইনি। তিন দিনেও তার খোঁজ দিতে পারেনি পুলিশ। তারা বলছে তাকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানে না।’

তবে প্রতিবেশীদের দেওয়া তথ্যমতে, ‘চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন প্রধান শিক্ষক নুরুল আমিন। টাকা ফেরত না দেওয়ায় হয়তো তারাই তুলে নিয়ে গেছেন। এলাকার লোকজন নুরুল আমিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে সঠিক কোনও তথ্য দিচ্ছে না। প্রতিবেশীদের অসংলগ্ন তথ্য দিচ্ছেন নুরুল আমিনের স্বজনরা।’   

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনএম শরিফুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক নুরুল আমিনের বাবা আজিজার রহমান আমাকে মুঠোফোনে বিষয়টি জানালে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত ওই শিক্ষকের সন্ধান পাওয়া যায়নি। আসলে ঘটনা কী ঘটেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ ও তার পরিবার ভালো বলতে পারবে। জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ বিষয়ে খোঁজখবর রাখছি আমি।’    
     
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুারী বলেন, ‘প্রধান শিক্ষক নুরুল আমিন অপহরণের শিকার হওয়ার বিষয়ে আমাকে কিছুই জানায়নি তার পরিবার। তবে আমি অন্যদের কাছ থেকে বিষয়টি শুনেছি।’

তিনি আরও বলেন, ‘উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। তিনি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দেবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক বলেন, ‘প্রধান শিক্ষক নুরুল আমিনকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। তাকে উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কেউ ঘটনায় জড়িত জড়িত কিনা ওই শিক্ষককে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের পর তা পরিষ্কার বোঝা যাবে।’  

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা