X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফেনসিডিলসহ পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ০৯:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:০৭

৭৭ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাটে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ইন্সপেক্টর) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পরে বিকালে লালমনিরহাট সদর থানায় ফেনসিডিলসহ তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করা হয়।

গ্রেফতার দুই পুলিশ সদস্য হলেন- পঞ্চগড় জেলা শহরের খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের ছেলে হারুন-উর-রশীদ (২৭) ও রংপুর বিভাগীয় শহরের মাস্টারপাড়া এলাকার শাহ আলমের ছেলে মেহেদী হাসান (৩৫)।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল হারুন রাজারবাগ পুলিশ লাইন্সে এবং মেহেদী রংপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত। তারা একটি প্রাইভেটকার ভাড়া করে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়। তাকেও আসামি করা হয়েছে।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ইন্সপেক্টর) হেলাল উদ্দিন বলেন, ‘শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য, প্রাইভেটকারটি ও দুই আসামিকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।’ 

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা মামলায় আটক দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার দেখিয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বিকালেই তাদেরকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
সর্বশেষ খবর
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি