X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেনসিডিলসহ পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ০৯:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:০৭

৭৭ বোতল ফেনসিডিলসহ লালমনিরহাটে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। শুক্রবার (২১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ইন্সপেক্টর) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পরে বিকালে লালমনিরহাট সদর থানায় ফেনসিডিলসহ তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করা হয়।

গ্রেফতার দুই পুলিশ সদস্য হলেন- পঞ্চগড় জেলা শহরের খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের ছেলে হারুন-উর-রশীদ (২৭) ও রংপুর বিভাগীয় শহরের মাস্টারপাড়া এলাকার শাহ আলমের ছেলে মেহেদী হাসান (৩৫)।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল হারুন রাজারবাগ পুলিশ লাইন্সে এবং মেহেদী রংপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত। তারা একটি প্রাইভেটকার ভাড়া করে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়। তাকেও আসামি করা হয়েছে।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ইন্সপেক্টর) হেলাল উদ্দিন বলেন, ‘শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য, প্রাইভেটকারটি ও দুই আসামিকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।’ 

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা মামলায় আটক দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার দেখিয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বিকালেই তাদেরকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা গায়েব
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!